বাংলাদেশরাজনীতি

কালকের সমাবেশে থাকবেন বি. চৌধুরী?

রূপসী বাংলা ঢাকা ডেস্ক: মহানগর নাট্যমঞ্চে আগামীকাল ২২ সেপ্টেম্বর গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের ডাকে সমাবেশ করবে জাতীয় ঐক্য প্রক্রিয়া ও যুক্তফ্রন্ট। সেই সমাবেশের জন্য প্রধান বক্তা হিসেবে বিকল্পধারার চেয়ারম্যান ও যুক্তফ্রন্ট সভাপতি অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরীকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে সমাবেশে যাবেন কি যাবেন না সে ব্যাপারে এখনো কিছু নিশ্চিত করেননি অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী। যুক্তফ্রন্ট সূত্রে জানা গেছে, বি. চৌধুরী যেন সমাবেশে যান, সে ব্যাপারে তাঁকে রাজি করতে যুক্তফ্রন্টের নেতারা তাঁর বাসায় যাবেন এবং তাঁকে বোঝানোর চেষ্টা করবেন।

ড. কামাল হোসেনকে যেহেতু বিএনপি তাদের নেতা মনোনীত করেছে, এবার বি. চৌধুরীকেও পাশে চাইছে জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতারা। বিশেষ করে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না এবং জাসদের নেতা আ স ম আব্দুর রব চাইছেন বি. চৌধুরী যেন ঐক্য প্রক্রিয়ায় সম্পৃক্ত থাকেন। তবে বি. চৌধুরী ঐক্যে থাকার ব্যাপারে এখনো মনস্থির করে উঠতে পারেননি। অবশ্য রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বি. চৌধুরী যদি আগামীকালের সমাবেশে যোগদান করেনও তবুও ঐক্য প্রক্রিয়ায় তাঁর থাকার বিষয়টি নিশ্চিত নয়। কারণ বি. চৌধুরী এর আগেও বহুবার এমন সভা-সমাবেশে গিয়েছেন কিন্তু শেষ মুহূর্তে প্রক্রিয়া থেকে সরে এসেছেন।

বিকল্পধারার দায়িত্বশীল সূত্রগুলো জানাচ্ছে, নির্বাচনের ব্যাপারে বি. চৌধুরীর একটি বিকল্প চিন্তাভাবনা রয়েছে। নিজের বিকল্প চিন্তাভাবনায় নির্বাচনের বিষয়টিকে তিনি মুখ্যভাবে দেখছেন। আরেকটি বিষয় হচ্ছে, একটি জায়গায় ড. কামাল হোসেনের সঙ্গে বদরুদ্দোজা চৌধুরীর বড় অমিল রয়েছে। ড. কামাল হোসেন যেখানে চাচ্ছেন এই ঐক্য প্রক্রিয়ার মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় বসাতে, সেখানে বি. চৌধুরী এক স্বেচ্ছ্বাচারিতা থেকে মুক্ত হয়ে আরেক স্বেচ্ছাচারিতায় যেতে ইচ্ছুক নন। তাঁর কাম্য তৃতীয় শক্তির উত্থান।

তবে ঐক্য প্রক্রিয়ার ব্যাপারে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পেতে আমাদের আগামীকালের সমাবেশ পর্যন্ত অপেক্ষা করতে হবে। কাল বি. চৌধুর নাগরিক ঐক্যের সমাবেশে উপস্থিত হওয়ার পরই বোঝা যাবে ঐক্য প্রক্রিয়ার মেরুকরণ কীভাবে হতে যাচ্ছে।

এই প্রসঙ্গে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ঐক্য প্রক্রিয়ার এটি কেবল প্রাথমিক স্তর। এখানে অনেকের অনেক রকম স্বার্থের জায়গা আছে, অনেকের অনেক রকম আদর্শের জায়গা আছে। মান্না বলেন, তাঁরা নুন্যতম একটি ইস্যুতে ঐক্যের পথ খুঁজছেন এবং আশা করছেন যে নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনের ব্যাপারে তাঁরা ঐক্যমতে পৌঁছাতে পারবেন। অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী সেই ঐক্যমত প্রক্রিয়ায় থাকবেন কী না জানতে চাওয়া হলে মান্না বলেন, বি. চৌধুরী থাকবেন কি থাকবেন না তা আগামীকাল সকালের মধ্যে স্পষ্ট হবে। তবে তাঁরা আশা করছেন বি. চৌধুরী অবশ্যই ঐক্য প্রক্রিয়ায় সম্পৃক্ত হবেন এবং এজন্য যুক্তফ্রন্টের নেতারা তাঁকে অনুরোধও করেছেন। প্রয়োজনে ড. কামাল হোসেন বি. চৌধুরীকে ব্যক্তিগতভাবে অনুরোধ করবেন বলেও জানিয়েছেন মাহমুদুর রহমান মান্না।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension