ভারত

কেন্দ্র আমাদের মধ্যে বিভাজনের চেষ্টা করছে, অভিযোগ মুসলিম পার্সোনাল ল বোর্ডের

রূপসী বাংলা ডেস্ক:কেন্দ্রীয় সরকার তাদের মধ্যে ভাঙন ধরানোর চেষ্টা করছে। অভিযোগ করল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড। বোর্ডের এক এক্সিকিউটিভ সদস্য অযোধ্যার বিতর্কিত জমিতে রাম মন্দির নির্মাণের পক্ষে সওয়াল করায় এই অভিযোগ করল তারা।

ল বোর্ড বলেছে, কেন্দ্র ও নিজস্ব স্বার্থসিদ্ধির কথা ভাবা কিছু ব্যক্তি বোর্ডের ঐক্য ভাঙার চেষ্টা করছে। এ ব্যাপারে বোর্ড জানে। দেখতে হবে, তারা যেন এ কাজে সফল না হয়। হায়দরাবাদে ৩ দিনের বৈঠকের পর এই বিবৃতি পাশ করেছে তারা। বিবৃতিতে কারও নাম করা হয়নি তবে মনে করা হচ্ছে, অযোধ্যার জমিতে রাম মন্দির চাওয়া বোর্ড সদস্য মৌলানা সলমন হুসেইনি নাদভির কথাই বলা হয়েছে এখানে।

ল বোর্ডের প্লেনারি চলাকালীনই নাদভিকে সরিয়ে দেওয়া হয় বোর্ড থেকে।

মুসলিম পার্সোনাল ল বোর্ডের অবস্থান হল, মসজিদের জমি বিক্রি, দান বা উপহার দেওয়া যায় না। কিন্তু এই অবস্থানের বিরুদ্ধে গিয়ে নাদভি বলেন, ওই জমি রাম মন্দির তৈরির জন্য দেওয়া হোক, মসজিদ তৈরি হোক অন্যত্র। প্লেনারির প্রথম দিন এ জন্য তাঁর নিন্দা করা হয়,  বলা হয়, ব্যবস্থা নেওয়া হবে। পরদিন নাদভি জানিয়ে দেন, তিনি আর বোর্ডে থাকছেন না। বোর্ড সর্বসম্মতিক্রমে মেনে নেয় তাঁর ইস্তফার ইচ্ছা।

বোর্ড বলেছে, তারা হল শরিয়া আইন রক্ষা ও মুসলমানদের মধ্যে ঐক্য বজায় রাখার সংগঠিত মঞ্চ। এই ঐক্য যে কোনওভাবে হোক, রক্ষা করতে হবে। বোর্ড যে সিদ্ধান্তই নিক তা হাসিমুখে মেনে নিতে হবে, প্রত্যেক মুসলমানকে প্রস্তুত থাকতে হবে আত্মত্যাগের জন্য। ইসলাম সম্পর্কে ভুল ধারণার ইতি করার পাশাপাশি শরিয়া আইন যে মানবস্বার্থপন্থী তা বোঝানোর পক্ষে তারা সওয়াল করেছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension