প্রধান খবরভারতরাজনীতি

কৌন বনেগা প্রধানমন্ত্রী: ভোটের ফলাফলের লেটেস্ট আপডেট

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: 10:15:34 আমেঠিতে এগিয়ে রাহুল গান্ধী, রায়বেরেলিতে এগিয়ে গেলেন সোনিয়া।

10:10:53 দিল্লিতে ৭টি আসনেই এগিয়ে বিজেপি।

10:08:32 উত্তরপ্রদেশে ৪১টি আসনে এগিয়ে গিয়েছে বিজেপি। ২১টি তে এসপি-বিএসপি জোট, ২টি আসনে এগিয়ে গিয়েছে কংগ্রেস।

09:41:57 গান্ধীনগর কেন্দ্রে বিপুল ভোটে এগিয়ে যাচ্ছেন অমিত শাহ। আর্লি ট্রেন্ডে ৩০০ ছুঁল NDA.

09:29:41 বড় খবর: দীর্ঘদিনের কংগ্রেসের ঘাঁটি রায়বেরেলিতে পিছিয়ে যাচ্ছেন সোনিয়া গান্ধী।

09:22:13 ম্যাজিক ফিগার পেরিয়ে যাচ্ছে NDA। এখনও পর্যন্ত ২৭৮টি আসনে এগিয়ে NDA.

09:08:25 অন্যান্যরা এগিয়ে গেল ১০০ আসনে। বিজেপি ২৪৪টিতে ও ইউপিএ ১১৫টি আসনে এগিয়ে।

08:57:16 ২০০ পেরিয়ে যাচ্ছে NDA, ট্রেন্ড বলছে ২০৩টি আসনে এগিয়ে NDA, ১০৭ টিতে এগিয়ে UPA ও ৬৮টিতে এগিয়ে অন্যান্যরা।

08:53:46 মহারাষ্ট্রে ২৫টি আসনে এগিয়ে বিজেপি, পাঁচটিতে কংগ্রেস।

08:51:05 তামিলনাড়ুতে ১২টি আসনে এগিয়ে কংগ্রেস, ৩টিতে বিজেপি।

08:43:57 এই মুহূর্তের সবথেকে বড় খবর। আমেঠিতে পিছিয়ে গেলেন রাহুল গান্ধী। এগিয়ে স্মৃতি ইরানি।

08:41:01 উত্তরপ্রদেশে ১৭টি আসনে এগিয়ে গেল BJP, ৭টিতে Congress, ৪টিতে এগিয়ে SP-BSP জোট।

08:39:05 ভোপালে এগিয়ে বিজেপি প্রার্থী সাধ্বী প্রজ্ঞা।

08:37:08 এখনও পর্যন্ত ১১৩টি আসনে এগিয়ে NDA, ৬৩টি আসনে এগিয়ে UPA, ৩৫টি আসনে এগিয়ে অন্যান্যরা।

08:36:46 বারাণসীতে এগিয়ে গেলেন নরেন্দ্র মোদী।

08:29:03 ওয়ানাড়ে এগিয়ে রাহুল গান্ধী। আমেঠিতেও এগিয়ে রাহুল।

08:26:35 শুরুতেই গুজরাতে চারটি কেন্দ্রে এগিয়ে BJP

08:17:49 উত্তরপ্রদেশে ৩টি আসনে এগিয়ে BJP, ৩টি আসনে Congress, ২টি আসনে এগিয়ে SP-BSP জোট।

08:16:13 ৪২টি আসনে এগিয়ে NDA. UPA এগিয়ে ২০টি আসনে। অন্যান্যরা ৩টি আসনে এগিয়ে।

08:13:29 দেশে ২৭টি আসনে এগিয়ে NDA, ১৪টি আসনে এগিয়ে UPA.

08:13:02 লখনউ কেন্দ্রে এগিয়ে রাজনাথ সিং।

08:05:51 শুরু হয়েছে পোস্টাল ব্যালটের গণনা। কিছুক্ষণের মধ্যেই ৭ আসনে এগিয়ে NDA, ৩ আসনে এগিয়ে UPA

গত তিন মাস ধরে চলেছে বিশ্বের সবথেকে বড় গণতন্ত্রের ভোটযজ্ঞ। এখন ফলাফলের অপেক্ষা। দেশ জুড়ে গণনা শুরু হল।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension