প্রধান খবরবাংলাদেশরাজনীতি

‘খালেদা জিয়ার জীবন এখন হুমকিতে’

রূপসী বাংলা নিউজ ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জীবনের হুমকি দেখা দিয়েছে। তার সুস্থ অবস্থায় না ফেরারও সম্ভাবনা দেখা দিয়েছে।

রোববার যুবদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরেবাংলা নগরে চন্দ্রিমা উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বেগম খালেদা জিয়ার জীবনের হুমকি দেখা দিয়েছে। তার সুস্থ অবস্থায় না ফেরার সম্ভাবনা দেখা দিয়েছে। তিনি এক পা ফেলতে পারেন না, বিছানা থেকে উঠতে পারেন না এবং নিজের খাবার খেতে পারেন না।

সরকার ইচ্ছাকৃতভাবে বেগম জিয়ার জামিন আটকে রেখেছে মন্তব্য করে তিনি বলেন, জামিন নিয়ে তিনি (খালেদা জিয়া) তার ইচ্ছা মত যেখানে ভালো মনে করবেন সেখানেই চিকিৎসা নেবেন।

মিথ্যা মামলায় বেগম জিয়াকে কারাগারে রেখে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন ফখরুল।

সরকার দেশ পরিচালনায় ব্যর্থ মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, সরকার দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। কারণ তারা বৈধ নয়। সুতরাং অবিলম্বে সরকারের পদত্যাগ করা উচিত। আর একটি নিরপেক্ষ সরকার ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলেই এই সমস্যার সমাধান হবে। তাই নতুন নির্বাচন নির্বাচন ও নিরপেক্ষ সরকার প্রয়োজন।

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়ার মাজারে শ্রদ্ধা জানানোর সময় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যুবদল সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, যুবদল নেতা নুরুল ইসলাম নয়ন, মামুন হাসান, এস এম জাহাঙ্গীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension