Uncategorized

গুগলে ১.২ কোটি টাকার চাকরি পেয়ে তাক লাগাল বছর একুশের আবদুল্লা

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: মাত্র ২১ বছর বয়সেই গুগলে চাকরি পেয়ে তাক লাগিয়ে দিল মুম্বইয়ের এক তরুণ৷ তবে যে কারণে তাক লাগানো কতটা বলা হচ্ছে, তার পিছনে রয়েছে বড়সড় অঙ্কের বেতন৷

জানা গিয়েছে, আবদুল্লা খান নামের ওই তরুণ আইআইটিতে পড়ার জন্য প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারলেও, সে যে প্যাকেজে গুগলে চাকরির প্রস্তাব পেয়েছে, তা সকল আইআইটিয়ানের কাছে স্বপ্ন৷

সূত্রের খবর, ১.২ কোটি টাকার স্যালারি প্যাকেজে তাকে চাকরিতে যোগের প্রস্তাব দিয়েছে গুগল৷ আইআইটি ইঞ্জিনিয়ারিং কলেজের গ্র্যাজুয়েটরা যে প্যাকেজ পান তার থেকে প্রায় ৩০ গুণ বেশি এই বেতন৷ সাধারণত নন-আইআইটি ইঞ্জিনিয়ারিং থেকে পাশ করা গ্র্যাজুয়েটরা দেশে ৪ লাখ টাকার প্যাকেজে চাকরিতে যোগ দেয়.

 

আবদুল্লা খান মীরা রোডের শ্রী এলআর ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র৷ তার প্রোফাইল একটি সোশ্যাল সাইট থেকে দেখে তাকে ইন্টারভিউয়ের জন্য ডাকে গুগল৷ খান এক সংবাদ মাধ্যমকে জানায়, সেই এই ধরণের প্রস্তাব পেতে পারে তা ভাবতেই পারেননি একটি অনলাইন প্রতিযোগিতায় অংশগ্রহণ তার জন্য এই দিকটি খুলে দিতে পারে৷ সে এই চাকরিতে যোগ দেওয়ার জন্য অধীর অপেক্ষায় রয়েছে বলেও জানায়৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension