প্রধান খবরভারত

তিহার জেলে ঘুমহীন রাত কাটালেন চিদাম্বরম

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: রাত কাটল, ভোরও হল৷ তবে চোখে ঘুম ছিল না প্রাক্তন অর্থমন্ত্রীর৷ তিহার জেলে বন্দিদশার প্রথম রাত কাটিয়ে ফেললেন পি চিদাম্বরম৷ জেল সূত্রে খবর, গোটা রাত জেগেই কাটিয়েছেন প্রাক্তন অর্থমন্ত্রী৷ আর পাঁচটা সাধারণ কয়েদির মতোই কোনও বিশেষ ব্যবস্থা মেলেনি চিদাম্বরমের ভাগ্যে৷

সকাল ছটায় বাকিদের মতোই তিনিও চা ও জলখাবার খান৷ যাতে ছিল পাউরুটি, চিঁড়ের পোলাও ও কর্ণফ্লেক্স৷ সাত নম্বর সেলের কয়েদি চিদাম্বরম আগে পেতেন জেড প্লাস ক্যাটাগরির সুরক্ষা৷ কিন্তু এদিন অর্থাৎ বৃহস্পতিবার রাতে তাঁর সেলের বাইরে কোনও বিশেষ নিরাপত্তা রক্ষীকে দেখা যায়নি৷ সেলের বাইরে তাঁকে কিছুক্ষণ পায়চারি করার অনুমতি দেন জেল কর্তৃপক্ষ৷

বৃহস্পতিবার এই বর্ষীয়ান কংগ্রেস নেতা ওয়েস্টার্ন বাথরুমের আবেদন করেছিলেন৷ সেই মতোই তাঁকে সেই ব্যবস্থা করে দেওয়া হয়৷ সঙ্গে রাখার অনুমতি দেওয়া হয় নিজস্ব ওষুধ ও চশমা৷ বৃহস্পতিবার রাতে হালকা খাবার খান চিদাম্বরম৷ খান ওষুধও৷ অন্যান্য কয়েদিদের মতোই জেলের গ্রন্থাগারে যাওয়ার অনুমতি রয়েছে চিদাম্বরমের৷ কিছুক্ষণ টিভি দেখারও অনুমতি পেয়েছেন তিনি৷ তবে দিন কয়েকের জন্য তাঁর সেলে দেওয়া হবে সংবাদপত্র৷ শোওয়ার জন্য একটি বালিশ ও কম্বল পেয়েছেন প্রাক্তন এই অর্থমন্ত্রী৷

জেল কর্তৃপক্ষের নির্দেশ মত চিদাম্বরম অন্যান্য কয়েদিদের জন্য রাখা পানীয় জলের কুয়ো থেকে জল পান করতে পারেন, নয়তো তাঁকে জেলের ক্যান্টিন থেকে মিনারেল ওয়াটারের বোতল কিনে খেতে হতে পারে৷ উল্লেখ্য আইএনএক্স মিডিয়া কেলেঙ্কারিতে তাঁর বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে বিশেষ সিবিআই আদালত। ১৯ সেপ্টেম্বর পর্যন্ত তিহার জেলেই থাকতে হবে পি চিদম্বরমকে। আদালতে, তাঁর বিচারবিভাগীয় হেফাজতের আর্জি জানায় সিবিআই, সেই দাবি মেনেই এই হেফাজতের নির্দেশ দেওয়া হয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension