প্রবাস

নিউইয়র্কে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্যামাপূজা ও দীপাবলি উৎসব উদযাপিত

রূপসী বাংলা প্রবাস ডেস্ক:নিউইয়র্কে  হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্যামাপূজা ও দীপাবলি উৎসব উদযাপিত  হয়েছে । স্থানীয় সময় ২৭ অক্টোবর  রোববার বাংলাদেশী হিন্দু সম্প্রদায়ের আয়োজনে নিউইয়র্কের প্রায় ১৮ টি স্থায়ী ও অস্থায়ী পূজামন্ডপ ছাড়াও বাড়িতে বাড়িতে শ্যামা পূজা অনুষ্ঠিত হয়।

নিউইয়র্কে শ্যামাপূজা ও দীপাবলি উৎসব উদযাপিত

নিউইয়র্কে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্যামাপূজা ও দীপাবলি উৎসব উদযাপিত

Posted by Bangla Channel on Monday, October 28, 2019

ভক্তরা নিজ গৃহে  প্রদীপ ও মোমবাতি প্রজ্বালন করেন। মন্ডপে মন্ডপে বরণ করে নেয়া হয়েছে শ্যামা মাকে। অধিবাস ও সন্ধ্যা আরতীর মাধ্যমে শ্যামাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়।

সন্ধ্যার পর সনাতনী হিন্দুরা দীপাবলি উৎসব উদযাপনের জন্য নিউইয়র্কের মন্দিরগুলোতে   সমবেত হয়।শক্তি ও শান্তির প্রতীক শ্যামা দেবীর আগমন উপলক্ষে এদিন ছিল অঞ্জলী, বস্ত্রদান, শ্যামা সংগীত সহ নানা আয়োজন ।

ঢাক-ঢোল, কাঁসর আর উলু ধ্বনিতে মুখরিত  ছিল মন্দির  প্রাঙ্গণ। মন্দিরের বাহিরে প্রবাসী হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে উৎসাহ- উদ্দীপনা, আনন্দ- উচ্ছ্বাস ছিল চোঁখে পড়ার মতো । এদিন সন্ধ্যা থেকে শুরু হওয়া দীপাবলি উৎসব শেষ হয় মধ্যরাতে ।  ভক্তকুলের মাঝে মহাপ্রসাদ বিতরনের মাধ্যমে শ্যামা পূজার কর্মসূচী শেষ হয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension