প্রবাস

নিউ ইয়র্কে বাপার মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন

নিউ ইয়র্কে বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন (বাপা) বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করেছে।

গেল ২৮ মার্চ রবিবার উডহেভেনে জয়া পার্টি হলে প্রায় দুশ’ অফিসারদের উপস্থিতিতে বাপা বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন করে। সে উদযাপনে সাধারণ সভাসহ মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর বাংলাদেশের জাতীয় সংগীত দিয়ে মনোমুগ্ধকর পর্ব শুরু হয়। এরপর বাপার সদস্যরা নিজেদের পরিচিতি পর্ব ও চাকরির অভিজ্ঞতা শেয়ার করেন।

অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন বাপার সাধারণ সম্পাদক লেফটেনান্ট প্রিন্স আলম ও কমিউনিটি লিয়াজো ডিটেকটিভ মাসুদ রহমান এবং সভাপতিত্ব করেন বাপার সভাপতি ক্যাপ্টেন কারাম চৌধুরী।

মহান স্বাধীনতা দিবস অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি নিউ ইয়র্ক পুলিশের সাবেক ক্যাপ্টেন ও ব্রুকলিন বোরো প্রেসিডেন্ট এরিক অ্যাডামস তার বক্তব্যে বলেন, এটা নিঃসন্দেহে গৌরবের একটি মুহূর্ত। বাপার এমন চমৎকার অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি সত্যি গর্বিত।

এরিক আরও বলেন, দিন যত যাচ্ছে বাংলাদেশি- আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনরে সদস্য সংখ্যা আরও বৃদ্ধি পাচেছ এবং নতুন নতুন কার্যক্রম যুক্ত হচ্ছে।

বক্তব্য শেষে এরিক অ্যাডামসকে বাপার পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

বাপার প্রেসিডেন্ট ও ক্যাপ্টেন কারাম চৌধুরী বলেন, আমি গর্বিত যে বাংলাদেশে জন্মগ্রহণ করেছি। আজ যাদের আত্মত্যাগে এই ভাষা পেয়েছি তাদের তাজা রক্তের লেখা ইতিহাস পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছানো আমাদের দায়িত্ব। আশা করি বাপা বিভিন্নসামাজিক সচেতনতামূলক কাজের পাশাপাশি নিজ দেশের ভাষা, সংস্কৃতিও তুলে ধরবে।

বাপার সাবেক প্রেসিডেন্ট ও নিউ ইয়র্ক পুলিশের লেফটেন্যান্ট কমান্ডার শামসুল হক বলেন, বাংলাদেশ কিছু ভালো করলেআমরাও গর্ব করি। আজ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে তার প্রমাণ বিশ্বের প্রভাবশালী গণমাধ্যমের সংবাদগুলো পড়লে বুঝা যায়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাপার প্রথম ভাইস প্রেসিডেন্ট সার্জেট এরশাদ সিদ্দিকী, ট্রেজারার অফিসার রাশেক মালিক, ইভেন্ট কো-অর্ডিনেটর অফিসার সরদার মামুন, মিডিয়া লিয়াজো ডিটেকটিভ জামিল সারোয়ার, কো-ট্রেজারার মেহেদী মামুন অক্সিলারি লেফটেন্যান্ট সাঈদ আলী, সার্জেন্ট (আর্মস) পুলিশ অফিসার মাহবুবুর জুয়েল, ভাইস প্রেসিডেন্ট ট্রাফিক সুপারভাইজার মহিউদ্দিন আহমেদ, সাবেক সেক্রেটারি সার্জেন্ট হুমায়ুন কবির, সাবেক বোর্ড মেম্বার সুহেল মাহাবুব, সাবেক ট্রাস্টি সায়েদ উদবা , সি ডাবলিউ চিফ ডেলিগেট মোহাম্মদ ইসলাম। ট্রাফিক সুপারভাইজার ট্রাস্টি মোহাম্মদ আলী চৌধুরী।

এছাড়াও উপস্থিত ছিলেন – সাবেক বোর্ড মেম্বার লেফটেন্যান্ট মিলাদ খান, সাবেক ট্রাফিক এজেন্ট ও বোর্ড মেম্বার আব্দুল জলিল, সাবেক বোর্ড মেম্বার ডিটেক্টিভ আহমেদ, সাবেক বোর্ড মেম্বার অফিসার শরীফ ভূইয়াঁ, বাপা ট্রাস্টি লেফটেন্যান্ট নোভাইদুলনিয়ন, বাপা ট্রাস্টি ও স্টেট কারেকশন অফিসার পলাশ আহমেদ , বাপা ট্রাস্টি অফিসার মিয়া ট্রাস্টি অফিসার সোনিয়া বড়ুয়া, বাপা ট্রাস্টি স্কুল সেফটি এজেন্ট তুগরিল, ট্রাস্টি পাপিয়া শারমিনসহ বাপার প্রায় দু শতাধিক সদস্য উপস্থিত ছিল।

অনুষ্ঠানে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও সদ্য পদোন্নতি পাওয়া, নিউ ইয়র্ক পুলিশের লেফটেন্যান্ট কমান্ডার শামসুল হক, লেফটেন্যান্ট সাজেদুর রহমান , সার্জেন্ট চৌধুরী, আবু ফিরোজ এবং মোহাম্মদ সামসুদ্দিনের পদোন্নতি উপলক্ষে কেক কাটা হয়। এছাড়াও বাপার সাবেক প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ও লেফটেন্যান্ট সুমন সাঈদকে অবসর উপলক্ষে কেক কেটে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। এরপরে মনোমুগ্ধকর সংগীত পরিবেশন করেন শিল্পী শাহ্‌ মাহাবুব , ইফাত জাহা,সহ আরো অনেকে।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension