নিউ ইয়র্ক

নিউ ইয়র্কে করোনার প্রকোপ বৃদ্ধিতে শিক্ষকরা স্কুলের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন

জাহান আরা দোলন: নিউ ইয়র্কে করোনা ভাইরাস সংক্রমণ হার এখন উচ্চ মাত্রায় বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে স্কুল খোলা রাখায় স্কুলগুলোর শিক্ষকরা শিক্ষার্থী এবং কর্মচারীদের নিরাপত্তা নিয়ে দুঃশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন।

নিউ ইয়র্ক পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, দ্য সিটি শো-এর তথ্য অনুযায়ী শহরে সর্বোচ্চ সংক্রমণ মাত্রা ছিল ১৭ শতাংশ, রিচমন্ড হিল এবং সাউথ ওজোন পার্কে।

সানসেট পার্ক স্কুলের শিক্ষিক অ্যানি ট্যানের স্কুলটি এমন একটি জিপ কোডে রয়েছে যেখানে গত সাত দিনে কোভিড আক্রান্তের হার ছিল ১৫ শতাংশ। অ্যানি বলেন, ‘আমরা জানি যে স্কুলের সংক্রমণগুলো মূলত কমিউনিটি থেকেই হয়েছে, আর ঝুঁকির পরিমাণ ক্রমশই বাড়ছে। এই বেড়ে চলা ঝুঁকির হারের সঙ্গে স্কুল বন্ধ করার কোনও সম্পর্ক নেই।’

মেয়র ডি ব্লেসিও টুইটারে টুইট করেছেন, শহরব্যাপী সাত দিনের গড় পজিটিভের হার গত শনিবারে ৯ দশমিক ৩৯ শতাংশে পৌঁছায়। তিনি ৩ হাজার ৬৪৮ টি নতুন শনাক্তকরণ এবং ২শ’ ১ জনকে হাসপাতালে ভর্তির কথা উল্লেখ করেছেন। তিনি ৩২ জনের নতুন মৃত্যুর কথা উল্লেখ করেন নি।

৩১ ডিসেম্বর, ডিওই ১শ’ ৪০ জনের নতুন সংক্রমণের কথা জানিয়েছে। এদের মধ্যে ১৫ জন শিক্ষার্থী এবং  ১শ’ ২৫ জন স্কুল কর্মচারী। সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে সংক্রমণের মোট সংখ্যা ৭ হাজার ১৭তে দাঁড়িয়েছে। আক্রান্তদের মধ্যে এমন শিশু এবং কর্মচারী অন্তর্ভুক্ত রয়েছে যারা ব্যক্তিগত দূরত্ব বজায় রেখে কাজ অথবা পড়াশোনা করেছেন।

এছাড়া ২৭২ ডিওই ভবন বর্তমানে কোভিড সংক্রমণের কারণে বন্ধ রয়েছে।

ডিওইর তথ্য অনুসারে ২৩ শে ডিসেম্বর থেকে এ পর্যন্ত দিনব্যাপী সংক্রমণের সর্বোচ্চ রেকর্ড ছিল, ১শ’ ৪৫ থেকে ৬২ জন শিক্ষার্থী এবং ৮৩ জন স্কুল কর্মীর মৃত্যু।

ক্রিসমাসের ছুটির আগের দিন, করোনভাইরাস সংক্রমণের কারণে ১ হাজার ৪৯ টি ক্লাসরুম বন্ধ করে দেওয়া হয়। প্রায় ৩শ’ ভবন, কয়েকটি আবাসিক ভবন এবং একাধিক স্কুল বন্ধ করে দেওয়া হয়। ২শ’ ৪৯টি ভবন ১৪ দিনের জন্য বন্ধ ছিল, এবং ৪৩টি ভবন কমপক্ষে ২৪ ঘন্টা জন্য বন্ধ করা হয়েছিল।

সংক্রামিত ব্যক্তির সংস্পর্শে আসা অগণিত শিক্ষার্থী এবং স্কুল কর্মীদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়।

ব্রুকলিনের একটি স্কুলে, যেখানে সম্প্রতি ১৯ জন শিক্ষককে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছিল, তাদেরকে সেখানকার শিক্ষার্থীদের স্কুল সহায়ক হিসেবে নিযুক্ত করা হয়েছিল এবং তারা সেখানে ব্যাক্তিগত দূরত্ব বজায় রেখে ক্লাসও নিতেন।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension