প্রধান খবরবাংলাদেশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাসব্যাপী বাণিজ্যমেলার উদ্বোধন করলেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার বেলা সাড়ে ১১টায় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার উদ্বোধন করেন। সব বছরের মতো এবারও রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার (ডিআইটিএফ) আয়োজন করা হয়েছে।
 
এ সময় উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দীন, ইপিবির ভাইস চেয়ারম্যান ফাতিমা ইয়াসমিনসহ বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
 
এ বছর বাণিজ্যমেলার ২৫তম আয়োজন। অর্থাৎ ২৫ বছরে পা রাখল বাণিজ্যমেলা। এবার ২১ দেশ মেলায় অংশ নিচ্ছে। দেশগুলো হচ্ছে- ভারত, ভুটান, নেপাল, মালদ্বীপ, পাকিস্তান, চীন, দক্ষিণ কোরিয়া, হংকং, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইরান, তুরস্ক, মরিশাস, ভিয়েতনাম, রাশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি ও অস্ট্রেলিয়া।
 
এবার মেলায় প্রবেশ মূল্য করতে কিছুটা বাড়ানো হয়েছে। মেলায় প্রবেশ টিকিটের দাম ধরা হয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য ৪০ টাকা এবং অপ্রাপ্তবয়স্কদের জন্য ২০ টাকা। মোট টিকিটের ২৫ শতাংশ অনলাইনে পাওয়া যাবে।
 
গত বছরের তুলনায় এবার ১৫৯ স্টল কমানো হয়েছে। গত বছর ৬৩০ স্টলের পরিবর্তে এবার করা হয়েছে ৪৮৩টি। অর্থাৎ স্টল কমেছে ১৫৯টি। এবারের স্টলের মধ্যে রয়েছে ১১২টি প্যাভিলিয়ন, ১২৮ মিনি প্যাভিলিয়ন এবং ২৪৩টি বিভিন্ন ক্যাটাগরির স্টল।
 
বাণিজ্যমেলা চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension