আঞ্চলিকবাংলাদেশশিক্ষা

বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ দেশসেরা শিক্ষাপ্রতিষ্ঠান

বাংলাদেশের ৩৩টি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের মধ্যে দেশ সেরা ও প্রথম স্থান অর্জন করেছে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ।

প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিকের ফলাফল ও সহশিক্ষা কার্যক্রমের ভিত্তিতে দেশের ৩২টি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজকে পিছনে ফেলে শীর্ষে উঠে এসেছে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ।

২০১৯ সালের ক্যান্টনমেন্ট ভিত্তিক স্কুল ও কলেজের ফলাফলের ভিত্তিতে একাডেমিক ও সার্বিক দুই ক্যাটাগরিতে এই তালিকা তৈরি করা হয়েছে। একাডেমিক ক্যাটাগরিতে ৭০ এর মধ্যে ৬৭ দশমিক ৮২৭ নম্বর পেয়ে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ প্রথম স্থান অর্জন করেছে।

অন্যদিকে দিকে ৬৬ দশমিক ৮২১ নম্বর পেয়ে রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ ২য় এবং ৬৪ দশমিক ৬৯০ নম্বর পেয়ে সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ তৃতীয় হয়েছে।

এর বিপরীতে সার্বিক ক্যাটাগরিতে ১০০ নম্বরের মধ্যে ৯২ দশমিক ২৮৭ নম্বর পেয়ে প্রথম ও শ্রেষ্ঠ স্থান অর্জন করে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ।

৯১ দশমিক ১৭৮ নম্বর পেয়ে রংপুর ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ দ্বিতীয় স্থান ও প্রথম রানার আপ এবং ৮৬ দশমিক ৮৮৫ নম্বর পেয়ে চট্রগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ তৃতীয় এবং দ্বিতীয় রানার আপ হয়েছে।

কলেজটি দেশের ক্যান্টনমেন্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করায় প্রতিষ্ঠানটির প্রধান পৃষ্ঠপোষক,পরিচালক পর্ষদের সভাপতি ও সদস্যবৃন্দ,সাবেক ও বর্তমান শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের শুভেচ্ছা জানানো হয়।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension