প্রবাস

বঙ্গবন্ধু হত্যাকাণ্ড মদদদাতাদের বিচারে কমিশন গঠনের দাবি

রূপসী বাংলা প্রবাস ডেস্ক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ড জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকারী এবং মদদদাতাদের চিহ্নিত করে বিচারের জন্যে ‘বিচারবিভাগীয় তদন্ত কমিশন’ গঠনের দাবি জানিয়েছেন নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশিরা। জাতীয় শোক দিবস উপলক্ষে স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র শাখা আয়োজিত এক আলোচনা সভায় এ দাবি জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র সফররত বঙ্গবন্ধু হত্যা মামলার প্রথম তদন্ত কর্মকর্তা এবং বর্তমানে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান সমন্বয়কারী আব্দুল হান্নান খান।

পুলিশের আইজিপি পদমর্যাদার তদন্ত কর্মকর্তা হান্নান খানও বঙ্গবন্ধু হত্যার মদদকারীদের বিচারে বিশেষ কমিশনের কথা উল্লেখ করে বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকারী ও মদদদাতাদের বিচারের দাবি যৌক্তিক। কারণ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবকে সপরিবারে নৃশংসভাবে হত্যার নেপথ্য কারিগরদের রেহাই দেওয়ার অর্থ হবে বিচার অসম্পূর্ণ রাখা। ভবিষ্যতে আর কেউ যাতে এমন নিষ্ঠুর ষড়যন্ত্রের বলি না হন সেজন্যেই সবকিছু উন্মোচিত হওয়া জরুরি বলে মন্তব্য করেন হান্নান খান।

তিনি বলেন, ঘাতকদের বিশেষ সহযোগী হিসেবে চার্জশিটে খোন্দকার মোশতাক, মাহবুবুল আলম চাষীসহ বেশ ক’জনের নাম যুক্ত করেছিলাম। পরবর্তীতে আদালত কয়েকজনের নাম বাদ দিয়েছে।

বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার সহ-সভাপতি মোস্তফা কামাল পাশা মানিকের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায় ও শহীদ হাসান, সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল কাদের মিয়া, আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা লাবলু আনসার, যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি রাশেদ আহম্মেদ, সাধারণ সম্পাদক রেজাউল বারী বকুল, সহ-সভাপতি হারুণ ভূঁইয়া প্রমুখ।

এর আগে অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধুসহ ১৫ অগাস্ট রাতে নিহত বঙ্গবন্ধু পরিবারের অপর সদস্যদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন ইমাম কাজী কায়্যুম।

ফাউন্ডেশনের নির্বাহী সদস্য শুভ রায়ের সঞ্চালনায় মঞ্চের পাশে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বঙ্গবন্ধু ফাউন্ডেশন, আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাব (এবিপিসি) এবং সেক্টর কমান্ডারস ফোরাম যুক্তরাষ্ট্র শাখা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension