ভারত

বাংলাদেশের জিডিপি নিয়ে রাহুল গান্ধি ও মোদি সরকারের পাল্টাপাল্টি তোপ

চলতি অর্থ বছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) বিষয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পূর্বাভাস নিয়ে পাল্টাপাল্টি তোপ দাগিয়েছেন ভারতের বিরোধী দল কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধি ও মোদি সরকার। বুধবার এনডিটিভি অনলাইন এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার রাতে আইএমএফ প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনোমিক আউটলুকে বলা হয়, ২০২০ সালে মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির হারের হিসাবে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। চলতি বছরে ভারতের জিডিপি যেখানে ১০ দশমিক ৩ শতাংশ সংকুচিত হবে, সেখানে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার হবে ৩ দশমিক ৮ শতাংশ। এই হিসেবে, আগামী বছরের ৩১ মার্চের মধ্যে ভারতের মাথা পিছু জিডিপি কমে হবে এক হাজার ৮৭৭ ডলার। অন্যদিকে বাংলাদেশের মাথা পিছু জিডিপি হবে এক হাজার ৮৮৮ ডলার।

রাহুল গান্ধি এই ঘটনার জন্য বিজেপিকে দোষ দিয়েছেন। বুধবার টুইটারে তিনি লিখেছেন, ‘গত ৬ বছরের বিজেপির বিদ্বেষমূলক জাতীয়তাবাদী সংস্কৃতির অভূতপূর্ব সাফল্য হল এটা যে, বাংলাদেশ ভারতকে ছাপিয়ে যেতে চলেছে।’ মন্তব্যের সঙ্গে আইএমএফের পূর্বাভাস দেওয়া একটি গ্রাফও যুক্ত করেছেন তিনি।

রাহুলের এই টুইটের পর বিজেপি সরকারের পক্ষ থেকে এনডিটিভিকে জানানো হয়, জিডিপিতে মাথাপিছু ক্রয়ক্ষমতার ব্যবধান হয় বিভিন্ন দেশের মধ্যে সংশ্লিষ্ট উপাদানের পার্থক্যের কারণে। বাংলাদেশের তুলনায় ভারতের জনসংখ্যা আট গুণ বেশি। ‘গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মোদি সরকারের আমলে ২০১৪-১৫ অর্থবছরে যেখানে মাথাপিছু জিডিপি ছিল ৮৩ হাজার ৯১ রুপি, সেখানে ২০১৯-২০ অর্থবছরে সেটি এক লাখ আট হাজার রুপিতে পৌঁছেছে। অর্থাৎ গত পাঁচ বছরে মাথাপিছু জিডিপি বেড়েছে ৩০ দশমিক ৭ শতাংশ। অথচ কংগ্রেস জোট সরকার আমলে ২০০৯-১০ অর্থবছরে মাথাপিছু জিডিপি ছিল ৬৫ হাজার ৩৯৪ রুপি, যেটি ২০১৩-১৪ অর্থবছরে বেড়ে দাঁড়ায় ৭৮ হাজার ৩৪৮ রুপি। অর্থাৎ কংগ্রেস শাসনের শেষ পাঁচ বছরে মাথাপিছু জিডিপি বেড়েছিল মাত্র ১৯ দশমিক ৮ শতাংশ।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension