মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২০যুক্তরাষ্ট্র

বাইডেনকে বিজয়ী ঘোষণার সময় গলফ খেলছিলেন ট্রাম্প

তিনি ডোনাল্ড ট্রাম্প। স্বভাবে, অভ্যাসে আর দশজন যে তালিকায়, তিনি সেখানে থাকেন না। মার্কিন প্রেসিডেন্ট পদে হারার সময়ও সে কথা স্মরণ করিয়ে গেলেন। জো বাইডেন যখন সমর্থকদের নিয়ে চূড়ান্ত বিজয়ের খবর শুনেছেন, তিনি তখন গলফ মাঠে!

ইউএস টুডে এবং দ্য গার্ডিয়ান জানিয়েছে, শনিবার মাঠ থেকে ফেরার সময় বাইডেনের জয়ধ্বনি শুনতে শুনতে হোয়াইট হাউজে ঢোকেন ট্রাম্প। তখন কম্পাউন্ডের পাশেই চলছিল বিজয় মিছিল।

এর কিছুক্ষণ পর তার নামে একটি বিবৃতি আসে। সেখানে ভোট নিয়ে যথারীতি গালগল্পের মহড়া।

‘খুব সহজ ব্যাপার হলো এই নির্বাচন শেষ হতে অনেক দেরি,’ মন্তব্য করে ট্রাম্প বলেন, ‘কোনো রাজ্যেই জো বাইডেনকে জয়ী হিসেবে স্বীকৃতি দেয়া হয়নি।’

পরাজয় আনুষ্ঠানিকভাবে মানছেন না, সে বিষয়টি পরিষ্কার করে ট্রাম্প বলেন, ‘আমেরিকার মানুষ সৎ নির্বাচন চায়। তার মানে সব ব্যালট বৈধভাবে গণনা করতে হবে। নির্বাচন বিশ্বাসযোগ্য করার এটাই একমাত্র পথ।’

প্রায় তিন দশকের মধ্যে ট্রাম্পই প্রথম যুক্তরাষ্ট্রে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হতে ব্যর্থ হলেন। তার আগে ১৯৯২ সালে জর্জ এইচ ডব্লিউ বুশ এই পরীক্ষায় হেরে গিয়েছিলেন।

দেশটির ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর জো বাইডেন বলেছেন, ‘এখন আমেরিকাকে ঐক্যবদ্ধ করার সময়, সারিয়ে তোলার সময়।’

জাতির উদ্দেশে তিনি বলেন, ‘প্রচারের দিন শেষ, এখন আমাদের সকল বৈরিতা আর কর্কশ রাজনৈতিক বাগাড়ম্বর পেছনে ফেলে একসঙ্গে একটি জাতি হিসেবে এগিয়ে যেতে হবে।’❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension