প্রধান খবরভারত

বাজেটের আগে মনমোহন সিং-এর সঙ্গে দেখা করলেন নির্মলা সীতারমন

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: ৫জুলাই কেন্দ্রীয় বাজেট ৷ আর সেই বাজেটের সপ্তাহ খানেক আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী সীতারামন দেখা করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংএর সঙ্গে ৷ অর্থমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এবারই প্রথম বাজেট পেশ করতে চলেছেন নির্মলা৷

যদিও তাঁদের মধ্যেকার আলোচনা নিয়ে সরকারি ভাবে কিছু জানান হয়নি৷ তবে এটাও ঘটনা মনমোহন সিংএর হাত ধরেই এদেশের অর্থনৈতিক সংস্কার এসেছে ৷ ১৯৯১-৯৬ সালে নরসীমা রাও প্রধানমন্ত্রী থাকাকালীন মনমোহন সিং ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ৷ তখন থেকে দেশের দরজা খুলতে থাকে মুক্ত অর্থনীতির জন্য৷

তাছাড়া মনমোহন সিং ১৯৮২-৮৫ সাল পর্যন্ত রিজার্ভ ব্যাংকের গভর্নর এবং ১৯৮৫-৮৭ যোজনা কমিশনের ডেপুটি চেয়ারম্যানের দায়িত্ব সামলেছিলেন৷ ফলে তাঁর অভিজ্ঞতার দাম একটা রয়েছে তা বলাই বাহুল্য ফলে ভিন্ন রাজনৈতিক অবস্থান হলেও তাঁর কাছ থেকে পরামর্শ নিতেই পারেন বলেই মনে করছে রাজনৈতিক ও বাণিজ্যমহল৷

প্রসঙ্গত, এই বছর লোকসভা ভোট থাকায় ফেব্রুয়ারিতে পূর্ণাঙ্গ বাজেট পেশ হয়নি৷ সেই সময় ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী পীযূষ গোয়েল ভোট অন অ্যাকাউন্ট বাজেট পেশ করেন৷ যদিও সেই বাজেটেও প্রথা ভেঙে বেশ কিছু ঘোষণা হতে দেখা গিয়েছিল৷

এদিকে, বিশেষজ্ঞরা আশা করছেন, নতুন মোদী সরকারের প্রথম বাজেটে বেশ কিছু পদক্ষেপ করা হবে অর্থনীতিতে গতি আনার জন্য৷ সেক্ষেত্রে গত বাজেটে দীর্ঘমেযাদি মূলধনী লাভ এক লক্ষ টাকা ছাড়ালে ১০ শতাংশ হারে কর বসানো হয়েছিল তা সম্ভবত এ বছরেও বহাল থাকবে বলে সূত্রের খবর৷ এদিকে, বণিকসভা ফিকি সুপারিশ করেছে সরকার যেন প্রতিরোধক স্বাস্থ্য পরীক্ষা জন্য কর ছাড়ের সীমা ৫০০০টাকা থেকে বাড়িয়ে ২০,০০০টাকা করে৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension