ভারত

মুখ্যমন্ত্রীকে শোকজ নির্বাচন কমিশনের, শুক্রবারের মধ্যে দিতে হবে জবাব

রূপসী বাংলা কলকাতা ডেস্ক:‘মোদী কি সেনা’ মন্তব্যের জন্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে শোকজ নোটিশ ধরিয়েছে নির্বাচন কমিশন৷ জানিয়েছে, শুক্রবার বিকালের মধ্যে সেই শোকজ নোটিশের জবাব দিতে হবে৷

দেশের সেনাবাহিনীকে ‘মোদী কি সেনা’ বলে মন্তব্য করেছিলেন যোগী আদিত্যনাথ৷ সোমবার গাজিয়াবাদের একটি জনসভায় বালাকোটের এয়ারস্ট্রাইকের সম্পর্কে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেছিলেন, কংগ্রেস জঙ্গিদের বিরিয়ানি খাওয়ায়৷ আর মোদীজি কি সেনা সন্ত্রাসবাদীদের গুলি আর গোলা দেয়৷ এই হল দুই দলের মধ্যে পার্থক্য৷ কংগ্রেস মাসুদ আজহারের মতো জঙ্গিদের নামের পর ‘জি’ ব্যবহার করে৷ গাজিয়াবাদে বিদেশ প্রতিমন্ত্রী ভি কে সিংয়ের হয়ে প্রচারে যান যোগী৷ ভি কে সিং প্রাক্তন সেনাপ্রধান ছিলেন৷ তাঁর উপস্থিতিতেই যোগী দেশের সেনাকে ‘মোদী কি সেনা’ বলে মন্তব্য করেন৷

এরপরই বিরোধীরা কমিশনের কাছে যোগীর নামে নালিশ ঠুকে আসে৷ তাদের অভিযোগ, রাজনৈতিক প্রচারে সেনার নাম নিয়ে নির্বাচনী বিধি ভঙ্গ করেছেন যোগী৷ নির্বাচন কমিশন গাজিয়াবাদ জেলা প্রশাসনের কাছে রিপোর্ট চেয়ে পাঠায়৷ জবাবে যোগীর মন্তব্যের ভিডিও ক্লিপ পাঠায় গাজিয়াবাদ জেলা প্রশাসন৷

গত ১৯ মার্চ নির্বাচন কমিশন সব রাজনৈতিক দলকে নির্বাচনী প্রচারে সেনাকে ব্যবহার না করার আর্জি জানায়৷ এমনকী নির্বাচনী প্রচারে সেনার ছবি ব্যবহারেও বিধিনিষেধ জারি হয়৷ যোগীর মোদী কি সেনা মন্তব্যে ক্ষুব্ধ হন প্রাক্তন নৌসেনা প্রধান অ্যাডমিরাল এল রামদাস৷ জানান, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে তিনিও কমিশনের দ্বারস্থ হবেন৷

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension