প্রবাস

মুজিব বর্ষ পালনে জ্যাকসন হাইটসে দ্বিতীয় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মুজিব বর্ষ পালনে গেল ৯ ফেব্রু‌য়ারি স্থানীয় সময় রাত ৮ টায় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের মামুন টিউটোরিয়ালে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
 
এতে সভাপতিত্ব করেন ড. প্রদীপ কর। পরিচালনা করেন এ্যডভোকেট শাহ মো. বখতিয়ার আলী।
 
প্রস্তুতি সভা আলোচনায় নিউ ইয়র্কে ১৭ মার্চ রাত ১২টা ১মিনিটে মোমবাতি প্রজ্বলন এবং ঐতিহাসিক ইউনিয়ন স্কোয়ারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্ম দিবস পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গৃহীত হয়।
 
সভার শুরুতে প্রয়াত জাসদ একাংশের সভাপতি ও চট্টগ্রাম-৮ আসনের সাংসদ মইন উদ্দীন খান বাদল এমপি, সংরক্ষিত নারী আসনের সাবেক সাংসদ ফজিলাতুন্নেসা বাপ্পী, বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের আব্দুল মান্নান এমপি, যশোর–৬ (কেশবপুর) আসনের সাংসদ ও সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকসহ চার বর্ষীয়ান সাংসদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
 
সভা শেষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনসহ বড় আকারে বৈঠকের মাঝে পরবর্তী অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়।
 
সভায় উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, শরিফ কামরুল আলম হিরা, এমএ করিম জাহাংগীর, বীর মুক্তিযোদ্ধা‌ ফারুক হোসাইন, মুক্তিযোদ্ধা‌ মিজানুর রহমান চেীধুরী, খুরশিদ আনোয়ার বাবলু, মুক্তিযোদ্ধা‌ নজমুল ইসলাম চৌধুরী, মুক্তিযোদ্ধা‌ সাইদুর রহমান সাইদ, মিসবাহ আহমেদ, ফরিদ আলম, ইলিয়ার রহমান, আসাফ মাসুক, কায়কোবাদ খান, সাংবাদিক হেলাল মাহমুদ, অধ্যাপক মমতাজ শাহনাজ, আখতার হোসেন, রুমানা আক্তার, শহিদুল ইসলাম, আতাউর রহমান কামাল, নাদের মাস্টার, মনজুর চৌধুরী, দেওয়ান আশরাফ, দেলওয়ার হোসেন, আতাউর রহমান, সাখাওয়াত হোসেন, শারমিন আক্তার, নাহিদা পারভিন, শেখ জামাল আহমেদ, সেবুল মিয়া, ইফজাল আহমদ চৌধুরী, মাহমুদ, ফরিদ উদ্দিন, খন্দকান জাহিদুল ইসলাম, জালাল উদ্দিন, দেলওয়ার, নাদের মাস্টার, শরীফ জাহাংগীর আলম, হাসান জিলানী, এবিএম মিজানুল হাসান, আতাউর তালুকদার, আলমগীর, সভাপতি, সাজ, মাইনুদদিন,ড. সুলতান মাহমুদ, ড. মকবুল হোসেন তালুকদার, মো. আলমগীর, জাকির হোসেন, জামাল মিয়া, মিজান চৌ: জিয়াসহ কবি, লেখক, সাংবাদিক, শিল্পী এবং গণ্যমান্য আরও অনেকে।

 
 
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension