খেলা

মুম্বইয়ে রোহিতদের গ্র্যান্ড ওয়েলকাম

রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক : রুদ্ধশ্বাস ফাইনালে দ্বাদশ আইপিএল জয়ের পর ‘হিটম্যান’দের হিরোর মতো ওয়েলকাম জানাল মুম্বই৷ সোমবার রাত ৯টায় শহরে পৌঁছয় মুম্বই ইন্ডিয়ান্স খেলোয়াড়রা৷ মুম্বইয়ের রাস্তায় হুডখোলা বাসে চ্যাম্পিয়নদের ঘোরানো হয়৷ রোহিত-বুমরাহদের নিয়ে মুম্বই শহরের রাস্তায় সমর্থকদের উচ্ছ্বাসের ছবি টুইটারে পোস্ট করে নীতা অম্বানির দল৷ চারমিনারের শহরে রবিবাসরীয় ফাইনালে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে চতুর্থবার আইপিএলে খেতাব জিতে নেয় রোহিতের মুম্বই ইন্ডিয়ান্স৷

শেষ বলের থ্রিলার জিতে আইপিএল জিতে নেয় রোহিত অ্যান্ড কোং৷ টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে মুম্বই নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৯ রান তোলে৷ জবাবে ২০ ওভারে ৭ উইকেটে ১৪৮ রানে আটকে যায় সিএসকে৷ ১ রানের ব্যবধানে ম্যাচ জিতে চেন্নাইয়ের খেতাব ধরে রাখার স্বপ্নে জল ঢেলে দেয় ইন্ডিয়ান্স৷

মুম্বই ইনিংসের শুরুটা মন্দ হয়নি৷ তবে পর পর উইকেট হারিয়ে তারা বড় রানের ইনিংস গড়তে ব্যর্থ হয়৷ মাঝে হার্দিকের রায়নার হাত থেকে জীবন দান, শেষ ওভারে পোলার্ডের ইচ্ছাকৃত ছেড়ে দেওয়া বলে ওয়াইড না দেওয়া নিয়ে ড্রামা এবং আম্পায়ারের সতর্কবাণী প্রভৃতির মশলা ছিল ভরপুর৷

শেষ ওভারে জয়ের জন্য চেন্নাই সুপার কিংসের দরকার ছিল ৯ রান৷ কিন্তু লসিথ মালিঙ্গার হাতে বল তুলে দেন রোহিত৷ ক্যাপ্টেনের আস্থায় মর্যাদা দিয়ে মুম্বই ইন্ডিয়ান্সকে চতুর্থবার ট্রফি দেন মালিঙ্গা৷ শেষ বলে ইর্য়ক ডেলিভারিতে শার্দুল ঠাকুরকে এলবিডব্লিউ আউট করে মুম্বইকে এক রানে জয় এনে দেন শ্রীলঙ্কার এই অভিজ্ঞ স্পিনার৷

মালিঙ্গার হাতে বল তুলে দেওয়া প্রসঙ্গে রোহিত জানান, ‘আমাদের লক্ষ্যই ছিল ব্যাটসম্যানকে আউট করা৷ জানি শার্দুল ভালো খেলে৷ ওর মারতে যাবে৷ সেই কারণে মালিঙ্গাকে স্লোয়ার দিতে বলেছিলাম৷ তবে ঝুঁকি তো ছিলই৷ তবে আমি অভিজ্ঞতার উপর আস্থা রেখেছিলাম৷ অতীতে মালিঙ্গা আমাদের জিতিয়েছে, সুতরাং ওর প্রতি আস্থা রাখি৷’

এই জয়কে ২০১৭ আইপিএলের সঙ্গে তুলনা করেন মুম্বই ক্যাপ্টেন৷ সেবার ধোনির পুনে সুপার জায়েন্টের বিরুদ্ধেও এক রান জিতে চ্যাম্পিয়ন হয়েছিল মু্ম্বই ইন্ডিয়ান্স৷ শেষ ওভারে ১১ রান নিয়ে মুম্বইকে চ্যাম্পিয়ন করেছিল মিচেল জনসন৷ এক রানে ম্যাচ ও ট্রফি জিতেছিল মুম্বই ইন্ডিয়ান্স৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension