আন্তর্জাতিকএশিয়া

মোস্ট ওয়ানটেড জঙ্গি নেতা আইএসআই-এর শীর্ষপদে

মোস্ট ওয়ান্টেড জঙ্গি নেতাকে আইএসআই-এর শীর্ষপদে নিয়োগ করেছে পাকিস্তান।
ভারতের সংবাদমাধ্যম জি নিউজ জানিয়েছে, সৈয়দ মুহাম্মদ ইউসুফ শাহ ওরফে সৈয়দ সালাহউদ্দিনকে আইএসআই-এর অফিসার পদে দায়িত্ব দেওয়া হয়েছে বলে দাবী করেছে ভারতের গোয়েন্দারা।

আইএসআই-এর যাবতীয় অপারেশনের তদারকি করবে এই জঙ্গি নেতা।

হিজবুল মুদাহিদিনের নেতা সৈয়দ সালাহউদ্দিন। আর কয়েক বছর ধরে এই জঙ্গি নেতাকে সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে যুক্ত বলে নথিভুক্ত করেছে ইসলামাবাদ।

জানা গেছে, সালাহউদ্দিন ইউনাইটেড জিহাদ কাউন্সিলেরও (ইউজেসি) নেতা। হয়েছে।আইএসআই-এর অফিসার হওয়ার ফলে এই জঙ্গি নেতাকে পাকিস্তানে কোনও চেক পোস্টে না থামাতে নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া যে গাড়িতে সালাহউদ্দিন যাতায়াত করবেন সেটিকে বিশেষ সুরক্ষার তত্ত্বাবধানে আনা হবে। আপাতত ৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত একজন অফিসারের মতো যাবতীয় সুযোগ-সুবিধা ভোগ করবেন বলে জানা গেছে।

ভারতীয় গোয়েন্দদের এই দাবী এফএটিএফ-এর বৈঠকের আগে পাকিস্তান চাপে পড়েছে বলে মনে করা হচ্ছে।

লস্কর ও জইশের মতো জঙ্গি সংগঠনগুলিকে নিয়ে গড়া ইউনাইটেড জিহাদ কাউন্সিলের প্রধান সলাহউদ্দিন কাশ্মিরেও অনেক নাশকতার সঙ্গে জড়িত।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension