যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র আবারও বিক্ষোভে উত্তাল

কৃষ্ণাঙ্গ তরুণ জর্জ ফ্লয়েডের হত্যাকাণ্ডের ঘটনায় বিশ্বজুড়ে চলমান বর্ণবাদী আন্দোলনের মধ্যেই যুক্তরাষ্ট্রের আটলান্টা শহরে পুলিশের গুলিতে অনেক কৃষ্ণাঙ্গ তরুণের মৃত্যু হয়েছে।

গত শুক্রবার রাতে একটি ফাস্টফুড রেস্তোরাঁর কাছে পুলিশের গুলিতে ২৭ বছর বয়সী রাইশার্ড ব্রুকস নামে ওই তরুণের মৃত্যু হয়। এই ঘটনার পরপরই শনিবার প্রতিবাদকারীরা আটলান্টার একটি প্রধান মহাসড়ক বন্ধ করে দেয় ও ফাস্টফুড চেইন ওয়েন্ডির ওই রেস্তোরাঁটিতে আগুন ধরিয়ে দেয়।

রাতে এসব ঘটনা ঘটার আগে বিকালে আটলান্টার মেয়র কেইশা লান্স বটমস জানান, ব্রুকসের মৃত্যুকে কেন্দ্র করে নগরীর পুলিশ প্রধান এরিকা শিল্ডস তাৎক্ষণিকভাবে পদত্যাগ করেছেন এবং তিনি তা মেনে নিয়েছেন। পুলিশের গুলিতে ব্রুকসের মৃত্যুর ঘটনা ভিডিওতে ধরা পড়েছে এবং এ ঘটনা যুক্তরাষ্ট্রজুড়ে চলমান ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনে আরও ইন্ধন জোগাবে বলে ধারণা করা হচ্ছে।

নিহত ব্রুকসের আইনজীবী জানিয়েছেন, ব্রুকস এক শিশুকন্যার জনক ছিলেন আর শনিবার শিশুটি তার জন্মদিন উদযাপন করছিল।

এক সংবাদ সম্মেলনে মেয়র বটমস বলেন, ‘এই ঘটনায় প্রাণঘাতী শক্তির ন্যায্য ব্যবহার হয়েছে বলে আমি মনে করি না। ওই পুলিশ কর্মকর্তাদের অবিলম্বে বরখাস্ত করার আহ্বান জানাচ্ছি।’

ব্রুকসকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত দুই পুলিশ কর্মকর্তার নাম ও ছবি প্রকাশ করেছে স্থানীয় পুলিশ বিভাগ। এরইমধ্যে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপও ঘোষণা করা হয়েছে। আটলান্টা পুলিশ বিভাগের বিবৃতিকে উদ্ধৃত করে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে। দুই পুলিশ সদস্যের একজন হলেন ডেভিন ব্রোনসান ও অপরজন গ্যারেট রোলফে।

২০১৮ সালের সেপ্টেম্বরে চাকরিতে যোগদান করেন ব্রোনসান আর রোলফে কাজে যোগ দেন ২০১৩ সালের অক্টোবরে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ব্রুকসকে গুলি করার ঘটনায় রোলফেকে বরখাস্ত করা হয়েছে। আর ব্রোনসানকে পাঠানো হয়েছে প্রশাসনিক দায়িত্বে। জর্জিয়া ব্যুরো অব ইনভেস্টিগেশন জানিয়েছে, ওয়েন্ডির রেস্তোরাঁর সামনে গাড়ির লাইনে অপেক্ষা করার সময় গাড়িতেই ঘুমিয়ে পড়েছিলেন ব্রুকস।

অভিযোগ পেয়ে পুলিশ সেখানে যায়। অ্যালকোহল পরীক্ষায় উৎরাতে ব্যর্থ হওয়ার পর ব্রুকসকে হেফাজতে নেওয়ার উদ্যোগ নেয় তারা। ঘটনাস্থলে উপস্থিত একজনের ধারণ করা ভিডিওতে দেখা গেছে, রেস্তোরাঁর সামনের রাস্তায় দুই পুলিশ কর্মকর্তার সঙ্গে ধস্তাধ্বস্তি করছেন ব্রুকস, এরপর মুক্ত হয়ে পার্কিং লট দিয়ে দৌড়ে যাচ্ছেন, এ সময় তার হাতে পুলিশের একটি টিজার গান ছিল বলে মনে হয়েছে।

রেস্তোরাঁর সিসি ক্যামেরায় ধারণ করা দ্বিতীয় আরেকটি ভিডিওতে দেখা যায়, দৌড়ানো অবস্থায় ঘুরে পেছনে আসা দুই পুলিশ কর্মকর্তার মধ্যে একজনের দিকে সম্ভবত টিজার গান তাগ করছেন ব্রুকস আর দুই পুলিশের মধ্যে কোনও একজনের গুলিতে তিনি রাস্তায় লুটিয়ে পড়ছেন। এখান থেকে ব্রুকসকে হাসপাতালে নেওয়ার পর সেখানে তিনি মারা যান। এ ঘটনায় সামান্য আঘাত পাওয়া এক পুলিশ কর্মকর্তাকেও চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছ বিবিসি।

গত ৩১ মে ক্যালিফোর্নিয়ার ভিক্টরভাইলের সান বার্নারডিনো কাউন্টিতে গাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় ম্যালকম হার্শ নামে আফ্রিকান-আমেরিকান এক কৃষ্ণাঙ্গের মরদেহ। শেরিফ ডিপার্টমেন্টের দাবি, ৩৮ বছর বয়সী এ ব্যক্তির মৃত্যুর ঘটনায় কোনও অস্বাভাবিকতার সম্ভাবনা দেখছেন না তারা।

এর সপ্তাহ দুয়েক যেতে না যেতেই গত বুধবার পামডেল সিটি হলের পাশে একটি গাছ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয় রবার্ট ফুলার নামে ২৪ বছর বয়সী এক কৃষ্ণাঙ্গের। উদ্ধারকারীরা ঘটনাস্থলে যাওয়ার আগেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension