মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২০যুক্তরাষ্ট্র

যেভাবে নিশ্চিত হলো বাইডেনের জয়

যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে অবশেষে সরকারিভাবে জয় নিশ্চিত হলো ডেমোক্র্যাট নেতা জো বাইডেনের।

প্রেসিডেন্ট নির্বাচনের ফল স্থানীয় সময় শুক্রবার প্রত্যয়ন করেছে সবচেয়ে বেশি ইলেকটোরাল কলেজ ভোটের ক্যালিফোরনিয়া অঙ্গরাজ্য। একই সঙ্গে রাজ্যের ৫৫ ইলেকটোরাল কলেজকে ডেমোক্র্যাটপ্রার্থী জো বাইডেনের পক্ষে ভোট দিতে নিয়োগ দিয়েছে। ক্যালিফোর্নিয়ার ৫৫ ইলেকটোরাল কলেজ ভোটের ফল বাইডেনের ঝুলিতে আসায় তার সরকারিভাবে বিজয়ের জন্য পথ নিশ্চিত হয়। খবর নিউ ইয়র্ক ডেইলি নিউজের।

ক্যালিফোরনিয়া রাজ্যের সেক্রেটারি অব স্টেট অ্যালেক্স পাডিলা আনুষ্ঠানিকভাবে রাজ্যের নির্বাচনের ফল অনুমোদন দেন। এই রাজ্যে বাইডেন নিরঙ্কুশভাবে জয়ী হন। ফলে বাইডেনের ইলেকটোরাল ভোটের স্বীকৃত সংখ্যা দাঁড়াল ২৭৯টিতে। নির্বাচনে জিততে দরকার ২৭০ ইলেকটোরাল ভোট।

তবে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ক্যালিফোর্নিয়ার এই পদক্ষেপ জো বাইডেনের প্রেসিডেন্ট পদ নিশ্চিত হওয়ার জন্য বড় কোনো সহায়ক নয়। কারণ ইলেকটোরাল ও পপুলার ভোটে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় জো বাইডেনের প্রেসিডেন্ট হওয়ার পথে আর কোনও বাধা নেই।

ওহাইয়ো স্টেট ইউনিভার্সিটির আইনের অধ্যাপক এডওয়ার্ড বি ফোলি বলেন, যদিও গত কয়েক সপ্তাহ ধরে নির্বাচনে বাইডেনের বিজয়ের বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে, তবু ২৭০টির বেশি ইলেকটোরাল কলেজ জয়ের সরকারি ঘোষণা তার হোয়াইট হাউসে যাওয়ার পথে প্রথম ধাপ।

১৪ ডিসেম্বর ইলেকটোরাল কলেজদের বৈঠক হবে। বাইডেনের পক্ষে সমর্থন ঘোষণা করা ক্যালিফোর্নিয়ার ইলেকটোরাল কলেজও ওই বৈঠকে থাকবেন। সেখানে তারা আনুষ্ঠানিকভাবে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেবেন। বেশিরভাগ রাজ্যে আইন করা আছে, নিজ নিজ রাজ্যে পপুলার ভোটে বিজয়ী প্রার্থীর পক্ষে ইলেকটোরাল কলেজরা ভোট দেবেন। সে হিসাবে বাইডেনের বিপক্ষে ভোট যাওয়ার কোনো সুযোগ নেই।

৬ জানুয়ারি কংগ্রেসে ভোটাভুটির অনুমোদন দেওয়া হবে।

২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন জো বাইডেন।

প্রসঙ্গত, প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেন ৩০৬ ইলেকটোরাল ভোট পেয়ে এগিয়ে আছেন। তার প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৩৪ আসন। পপুলার ভোটেও এগিয়ে আছেন বাইডেন। ট্রাম্প এখনও প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের বিজয়কে অস্বীকার করছেন এবং নির্বাচনের ফল পাল্টে দিতে অব্যাহতভাবে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension