প্রবাস

যে কারণে উদ্বিগ্ন হংকংয়ের বাংলাদেশিরা

রূপসী বাংলা প্রবাস ডেস্ক: হংকংয়ে এ প্রায় তিনমাস ধরে চলছে আন্দোলন। এই আন্দোলন দমনের জন্য চীনা হস্তক্ষেপ নিয়ে আশংকা ক্রমশ বাড়ছে। তবে বিশ্লেষকদের ধারণা, এই পদক্ষেপ নিলে তা চীনের জন্য বড়ধরনের ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে এবং এ জন্য চরম মূল্য দিতে হতে পারে বেইজিং সরকারকে।

এদিকে হংকংয়ের এই রাজনৈতিক বিশৃঙ্খলার মধ্যে চিন্তিত সেখানে বসবাসরত বাংলাদেশি নাগরিকেরা। হংকং-এর বড় একজন ব্যবসায়ী বাংলাদেশি সৈয়দ ইকরাম ইলাহী। তিনি হংকং-এ ২৪ বছর ধরে বসবাস করছেন। েএই আন্দোলনের কারণে তার ব্যবসার অনেক ক্ষতি হয়েছে। তিনি মনে করেন, ব্যবসার কেন্দ্র হিসাবে হংকং-এর যে পরিচিতি আর সুনাম ছিল, চলমান বিক্ষোভের কারণে তার অনেকটাই খর্ব হয়েছে।

সৈয়দ ইকরাম ইলাহী বিবিসি বাংলাকে বলেন, ‘ব্যক্তিগতভাবে আমার ব্যবসার অনেক ক্ষতি হয়েছে। আমাদের বায়াররা স্কেয়ারড্ (ভীত)। ওরা আমাদের ব্যবসা দিতে একটু ভয় পাচ্ছে। বাংলাদেশের সাথে আমাদের ব্যবসা। ওরা দেখছে আমাদের এখানে এরকম সমস্যা চলছে। ওরা চিন্তিত যে আমরা আসলে ওদের মাল ঠিকমত রপ্তানি করতে পারব কিনা। তারা আমাদের ফ্যাবরিক আর অ্যাকসেসরিসরের অর্ডার দিয়ে থাকেন। আমরা যদি ঠিক সময়মত সেগুলো এক্সপোর্ট করতে না পারি, তাহলে তারা তো তাদের গার্মেন্ট শিপমেন্ট করতে পারবেন না।’

এই মুহূর্তে ব্যবসায়ীরা যে প্রশাসনের সাথে তাদের উদ্বেগ নিয়ে কথা বলবেন, তার কোন সুযোগ নেই বলে জানালেন সৈয়দ ইকরাম ইলাহী। কারণ এখন পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তার মতে বিক্ষোভ দমনে পুলিশ বা হংকং সরকার কোন কিছুই করতে পারছে না।

তিনি বলেন, ‘স্টুডেন্টস, সাধারণ মানুষ সবাই এই আন্দোলনে সায় দিয়েছে। অনেকে প্রতিবাদে নেমেছে। যতদিন পরিস্থিতি শান্ত না হবে, ব্যবসা বাণিজ্য খারাপ থাকবে। শেয়ার সূচকও পড়তির দিকে, যা আমাদের ব্যবসায়ীদের জন্য উদ্বেগের কারণ।’

বিবিসির সংবাদদাতারা জানাচ্ছেন, হংকং-এর আর্থিক খাতের কর্মকর্তারা, বিমানবন্দরের কর্মীরা, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সরকারি কর্মচারিরা এই বিক্ষোভকে সমর্থন করছেন, বিক্ষোভ এবং হরতালে যোগ দিয়েছেন। যার ফলে এশিয়ার গুরুত্বপূর্ণ এই বাণিজ্য নগরীর ব্যবসায়িক কর্মকাণ্ড বড় ধরনের ধাক্কা খেয়েছে।

বিবিসির চীন বিভাগের সম্পাদক বলছেন, চীন যদি হংকং-এ হস্তক্ষেপ করে, বিক্ষোভকারীদের দমনে সেখানে সেনা নামায় তাহলে তার জন্য চীনকে কড়া মূল্য দিতে হবে।

‘আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং মুক্ত বন্দর এলাকা বলে হংকং-এর যে বিশেষ মর্যাদা রয়েছে তা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং এর প্রভাব হবে সুদূরপ্রসারী,’বলছেন বিবিসির চীন বিভাগের সম্পাদক হাওয়ার্ড ঝ্যাং।

তিনি মনে করেন, ‘এজন্য চীনকে আন্তর্জাতিক স্তরে বড় ধরনের সমালোচনার মুখে পড়তে হবে, পশ্চিমা দেশগুলো চীনের সঙ্গে তাদের যোগাযোগের বিষয়টি নিয়ে নতুন করে ভাববে এবং বিশ্বে চীনের অবস্থান ও দেশটির অর্থনীতি ব্যাপক ক্ষতির সম্মুখীন হবে।’

তবে হংকং-এ বাংলাদেশের ব্যবসায়ী সৈয়দ ইকরাম ইলাহী মনে করেন, চীন কড়া হাতে এই সমস্যা মোকাবেলার জন্য সবরকম প্রস্তুতি নিয়ে রাখলেও তারা এধরনের পদক্ষেপ নেবে না।

তার ভাষায়, ‘মনে হয় না চীন সরাসরি নাক গলাবে। চীন হংকং-এ অনেক বিনিয়োগ করেছে। হংকং-এর অর্থনৈতিক উন্নতির জন্য চীনের অবদান অনেক। হংকং-এ ব্যবসার ক্ষতি হয়, সেটা চীন হতে দেবে না। কারণ চীন ব্যবসার জন্য হংকং-এর ওপর নির্ভরশীল। আশা করছি একটা সমাধান নিশ্চয়ই হবে।’

পাঁচ বছরের ওপর হংকং-এ থাকেন বাংলাদেশি গৃহবধূ ফাহমিদা মজুমদার। বিবিসি বাংলাকে তিনি বলছিলেন, হংকং ব্যবসা বাণিজ্যের জন্য তো বটেই এমনকী বসবাসের জন্যও শান্তির ও নিরাপদ শহর ছিল। হালের এই বিক্ষোভ তাকে এবং তার মত সেখানে বসবাসরত বহু বাংলাদেশি পরিবারের জন্য উদ্বেগ সৃষ্টি করেছে।

‘হংকং-এর এই বিক্ষোভের পরিণতি কী হয়- পরিস্থিতি কোন্ দিকে মোড় নেয় তা নিয়ে আমি উদ্বিগ্ন। মা হিসাবে আমার সন্তানদের ভবিষ্যত নিয়ে আমি উদ্বিগ্ন। বর্তমানে আমরা এক ধরনের নিরাপত্তাহীনতায় ভুগছি।’

‘আমার সন্তানদের অনেক বন্ধুবান্ধব হংকং-এর বাসিন্দা। তারা বিক্ষোভে অংশ নিচ্ছে। আমার ছেলেমেয়েরা এই বিক্ষোভে জড়িয়ে পড়বে কিনা সেটা নিয়ে অবশ্যই উদ্বেগ আছে। চীন যদি হস্তক্ষেপ করে, হংকং-এর প্রশাসন যদি চীনের হাতে চলে যায়, আমাদের ছেলেমেয়েদের ভবিষ্যত কী দাঁড়াবে এসব নিয়ে অনিশ্চয়তা আর আশংকায় দিন কাটছে আমাদের।’

ফাহমিদা মজুমদার বলছেন, হংকং-এ বাংলাদেশীদের একটা বড় অংশ নানা ধরনের ব্যবসার সাথে জড়িত। এই বিক্ষোভ দীর্ঘায়িত হলে এবং তা অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেললে সেটা বাংলাদেশীদের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে।

হংকং-এ বিতর্কিত প্রত্যর্পণ বিষয়ক এক আইনের বিরোধিতা করে শুরু হওয়া এই আন্দোলন অবসানের আহ্বান জানিয়ে সম্প্রতি হংকং-এর সবচেয়ে ধনী ব্যবসায়ী লি কা-শিং সেখানকার সংবাদপত্রে অনেকগুলো পূর্ণ পৃষ্ঠার বিজ্ঞাপন দিয়েছেন।

উত্তেজনা প্রশমন এবং সহিংসতা বন্ধের ডাক দিয়ে সাম্প্রতিক দিনগুলোতে হংকং এর আরও অনেক বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান একই ধরণের বিবৃতি দিয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension