আন্তর্জাতিকইসলাম

যে দেশে মসজিদ ৩৯ থেকে বেড়ে এখন ২,৫০০

রূপসী বাংলা ডেস্ক:  মধ্য এশিয়ার পূর্বাঞ্চলীয় মুসলিম অধ্যুষিত দেশ কিরগিজস্থান। মসজিদের বাতিঘর বলা হয় কিরগিজস্তানকে।

জরিপে প্রকাশ, প্রতিবছর গড়ে ৯০টি করে মসজিদ নির্মাণ করে আসছে দেশটি। আর গত ২৮ বছর এ রেকর্ড ধরে রেখেছেন তারা।

সে হিসেবে ১৯৯১ সালে স্বাধীনতা লাভের পর থেকে আজ অবধি মোট ২ হাজার পাঁচশ’ মসজিদ নির্মাণ করেছে দেশটির সরকার।

এ বিষয়ে দেশটির ধর্মবিষয়ক কমিশন এক বিবৃতিতে জানিয়েছে, স্বাধীনতা লাভের পূর্বে দেশটিতে মাত্র ৩৯টি মসজিদ ছিল।

এরপর মসজিদ নির্মাণের দিকে দৃষ্টি দেয় দেশটির সরকার। গত ২৮ বছরে আড়াই হাজারেরও বেশি মসজিদ নির্মাণ করা হয়েছে বলে জানানো হয় সেই বিবৃতিতে।

কিরগিজ ধর্মবিষয়ক কমিশন সূত্রে জানা গেছে, বর্তমানে তাদের কমিশনে ৩ হাজার ২৩৩টি ধর্মীয় প্রতিষ্ঠান নিবন্ধিত রয়েছে।

এগুলোর মধ্যে ইসলামি সংস্থা ২ হাজার ৮২২টি, খ্রিস্টান সংস্থা ৩৯৭টি, বৌদ্ধ সংস্থা ১টি, ইয়াহুদি সংস্থা ১টি এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে ১২টি।

প্রসঙ্গত চীন, কাজাখস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তান বেষ্টিত দেশ কিরগিস্তানে মোট জনসংখ্যা আনুমানি সাড়ে ৫৫ লাখ, যার সিংহভাগই ইসলাম ধর্মের অনুসারী।

উল্লেখ্য, মধ্য এশিয়ার সর্ববৃহৎ মসজিদ কিরগিজস্তানের রাজধানী বিশকেকে অবস্থিত।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension