আন্তর্জাতিকপ্রধান খবর

রক্তাক্ত শ্রীলঙ্কা, বিস্ফোরণের মুহূর্তের ছবি

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক: আক্ষরিক অর্থেই রক্তাক্ত হয়ে উঠল রবিবারের শ্রীলঙ্কা৷ পর পর ৬টি বিস্ফোরণে কয়েক ঘন্টা আগের শ্রীলঙ্কার সঙ্গে পরের শ্রীলঙ্কার কোনও মিল খুঁজে পাওয়া দুষ্কর৷ বিস্ফোরণের সেই ভয়াবহতার ছবিই এখন ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়৷ রইল তেমনই কিছু ছবি-

কখন, কোথায় ঘটে এই বিস্ফোরণ?
জানা গিয়েছে, রবিবার সকাল ৮.৪৫ মিনিট নাগাদ এই বিস্ফোরণ ঘটে ৩টি গীর্জা এবং তিনটি বিলাসবহুল হোটেলে৷ গীর্জায় সেসমনয় ইস্টারের প্রার্থনায় রত ছিলেন অনেকে৷ সেসময়ই আচমকা ঘটে সেই বিস্ফোরণ৷ কলম্বোর কচ্ছিকাড়ের সেন্ট অ্যান্থোনি চার্চে একটি বিস্ফোরণ ঘটে৷ কাতানার কাটুয়াপিটিয়ার একটি চার্চে আরও একটি বিস্ফোরণ হয়৷ সাংরিলা হোটেল এবং কিংসবারি হোটেলে বিস্ফোরণ হয় বলে পুলিশ জানিয়েছে৷

নিহত এবং আহতের সংখ্যা কত?
এখনও পর্যন্ত নিহতের সংখ্যা ৫২ ছাড়িয়েছে বলে জানা গিয়েছে৷ আহতের সংখ্যা প্রায় ২৮০৷ তবে তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যাও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷

 

কারা এর পিছনে রয়েছে? কাদেরই বা টার্গেট করা হয়েছে?
এই সিরিয়াল ব্লাস্টের পিছনে কাদের হাত রয়েছে তা এখনও স্পষ্ট নয়৷ তবে বিভিন্ন সংবাদ মাধ্যম গোয়েন্দা সূত্রের দাবি উল্লেখ করে জানাচ্ছে, এই বিস্ফোরমের টার্গেট ছিল ভারতীয়রাই৷ যদিও এখনও কোনও জঙ্গি সংগঠন বা কোনও ব্যক্তি এর দায় স্বীকার করেনি৷

শোকজ্ঞাপন-
ইতিমধ্যেই ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ট্যুইট করে জানিয়েছেন, শ্রীলঙ্কার এই ঘটনার ওপর নজর রাখছে ভারত৷ ইতিমধ্যেই ইন্ডিয়া হাই কমিশন একাধিক হেলপলাইন নম্বর চালু করেছে৷ এই নম্বরে ফোন করে শ্রীলঙ্কায় ভারতীয় নাগরিকদের সাহায্যার্থে এই হেলপলাইন নম্বরগুলি হল-
+94777903082, +94112422788, +94112422789

এছাড়া পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইট করে জানিয়েছেন, শ্রীলঙ্কার এই খবর খুবই দুঃখের৷ যে কোনও ধরণের সন্ত্রাসই গ্রহণযোগ্য নয়৷ ইস্টার শান্তির উৎসব৷ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension