খেলা

শাস্ত্রী’র সহকারীদের নাম ঘোষণা বৃহস্পতিবার

রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক: বিরাট-রোহিতদের ‘হেডস্যার’ হিসেবে দ্বিতীয়বার দায়িত্ব পেয়েছেন রবি শাস্ত্রী৷ শুক্রবার শাস্ত্রী’র নামে সিলমোহর দিয়েছে কপিল দেবের নেতৃত্বাধীন ক্রিকেট অ্যাডভাইজারি কমিটি (সিএসি)৷ এবার জাতীয় নির্বাচক কমিটি বেছে নেবে শাস্ত্রী’র সহকারীদের৷ বৃহস্পতিবার জানা যাবে টিম ইন্ডিয়ার ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং কোচের নাম৷

প্রথমবার প্রধান কোচের দায়িত্ব নেওয়ার পর তাঁর পছন্দের ব্যক্তিদের সহকারী হিসেবে বেছে নিয়েছিলেন শাস্ত্রী৷ এ নিয়ে কম বিতর্ক হয়নি৷ এমনকি সচিন-সৌরভ-লক্ষ্মণের ক্রিকেট অ্যাডভাইজারি কমিটির উপদেষ্টা হিসেবে রাহুল দ্রাবিড়ের পরামর্শও শোনেননি শাস্ত্রী৷ এবার তাই ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং কোচ বেছে নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে এমএসকে প্রসাদের নেতৃত্বাধীন জাতীয় নির্বাচক কমিটিকে৷

শাস্ত্রী’র সহকারীদের বেছে নেওয়ার পদ্ধতি সোমবার থেকে শুরু হয়ে গিয়েছে বলে জানিয়েছেন বোর্ডের এক আধিকারিক৷ বৃহস্পতিবার টিম ইন্ডিয়ার ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং কোচের নাম ঘোষণা করবে বিসিসিআই৷ নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের ওই আধিকারিক জানান, ‘শাস্ত্রী’র সহকারীদের বেছে নেওয়ার পদ্ধতি সোমবার থেকে শুরু হয়েছে৷ চলবে বৃহস্পতিবার পর্যন্ত৷ সেদিনই নাম ঘোষণা করবে বিসিসিআই৷’

এবার কপিল দেব, অংশুমান গায়কোয়াড এবং শান্তা রঙ্গাস্বামীর ক্রিকেট অ্যাডভাইজারি কমিটি শাস্ত্রী’র পাশাপাশি তার সহকারীদের বেছে নেওয়ার ইচ্ছে প্রকাশ করেছিল৷ কিন্তু বোর্ডের সংবিধানের বাইরে গিয়ে তা করতে দিয়ে রাজি হয়নি সুপ্রিম কোর্টে নিযুক্ত কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর (সিওএ)৷ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের নথিভূক্ত নতুন সংবিধানে ক্রিকেট অ্যাডভাইজারি কমিটিকে প্রধান কোচ বাছাইয়ের অধিকার দেওয়া হলেও সহকারী কোচেদের বেছে নেওয়ার দায়িত্ব দেওয়া হয় জাতীয় নির্বাচক কমিটির হাতে৷

বিশ্বকাপের পরই প্রধান শাস্ত্রী’র সঙ্গে সহকারী কোচ ভরত অরুণ (বোলিং কোচ), সঞ্জয় বাঙ্গার (ব্যাটিং কোচ) এবং ফিল্ডিং কোচের (আর শ্রীধর) মেয়াদ শেষ হয়৷ কিন্তু ওয়েস্ট ইন্ডিজ সফরের কথা ভেবে কোচ বেছে নেওয়ার পদ্ধতি পিছিয়ে দেয় বোর্ড৷ ফলে ওয়েস্ট ইন্ডিজ সফর পর্যন্ত শাস্ত্রী ও তাঁর সহকারীদের মেয়াদ বাড়ায় বিসিসিআই৷

ওয়েস্ট ইন্ডিজ সফরের পরই নতুন কোচিং স্টাফ দায়িত্ব নেবে টিম ইন্ডিয়ার৷ তবে বোলিং কোচ হিসেবে শাস্ত্রী’র প্রিয় পাত্র ভরত অরুণ জায়গা ধরে রাখতে পারলেও ব্যাটিং কোচ হিসেবে সঞ্জয় বাঙ্গারের ছাঁটায় নিশ্চিত৷ বাঙ্গারের জায়গায় ভাবা হতে পারে টিম ইন্ডিয়ার প্রাক্তন ওপেনার বিক্রম রাঠোরের নাম৷ ব্যাটিং কোচের জন্য আবেদন করেছেন পঞ্জাবের এই ডানহাতি ব্যাটসম্যান৷ এছাড়াও ব্যাটিং কোচের পদে জোরাল দাবিদার মুম্বইয়ের প্রাক্তন কোচ প্রভিন আমরে৷ তবে ফিল্ডিং কোচ হিসেবে শাস্ত্রী’র পছন্দের শ্রীধরকে রেখে দেওয়া হবে, না জন্টি রোডসের মতো ‘হেভিওয়েট’-এর হাতে বিরাট-রোহিতদের ফিল্ডিংয়ের দায়িত্ব দেওয়া হবে, তা নিয়ে ডিলেমা হতে পারে৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension