আন্তর্জাতিকইউরোপকরোনা

শুধু পানিতেই কাবু করোনা ভাইরাস! রাশিয়ার গবেষকদের দাবী

বিজ্ঞানীদের দাবি, প্রথম ২৪-ঘণ্টার মধ্যে সাধারণ ঘরের তাপমাত্রায় রাখা জলের সংস্পর্শে এসে মরে যায় প্রায় ৯০ শতাংশ ভাইরাস-কণা। ৭২-ঘণ্টায় মরে যায় প্রায় ৯৯.৯ শতাংশ

বিজ্ঞানীরা দাবী করেছেন তারা করোনাভাইরাসের একটি বিশেষ দুর্বলতা খুঁজে পেয়েছেন।

সাইরেবিরয়ার নভোসিবির্স্কে ভেক্টর স্টেট রিসার্চ সেন্টার অফ ভিরোলজি অ্যান্ড বায়োটেকনোলজিতে গবেষণারত রাশিয়ার বিজ্ঞানীরা বলেছেন, শুধুমাত্র পানি ব্যবহার করেই করোনাভাইরাসের বৃদ্ধি আটকানো যেতে পারে।

রাশিয়ার সংবাদ সংস্থা স্পুটনিকে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, গবেষণায় বিজ্ঞানীরা দেখেছেন, প্রথম ২৪-ঘণ্টার মধ্যে সাধারণ তাপমাত্রায় রাখা পানির সংস্পর্শে এসে মরে যায় প্রায় ৯০ শতাংশ ভাইরাস-কণা। ৭২-ঘণ্টায় মরে যায় প্রায় ৯৯.৯ শতাংশ।

বিজ্ঞানীরা আরও দাবী করেছেন, ফুটন্ত পানির সংস্পর্শে এলে কোভিড-১৯ ভাইরাস সম্পূর্ণভাবে এবং সঙ্গে সঙ্গে নিশ্চিহ্ন হয়।

গবেষণায় আরও উঠে এসেছে, ডিক্লোরিনেটেড বা লবণাক্ত পানিতে ভাইরাস বংশবৃদ্ধি করতে পারে না। তবে, কিছুক্ষণ সক্রিয় থাকতে পারে। এ সময় পানিরর তাপমাত্রার ওপর নির্ভর করে ভাইরাসের আয়ু।

বিজ্ঞানীরা জানান, ক্লোরিনেটেড পানিতেও দ্রুততার সঙ্গে মারা য়ায় ভাইরাস।

গবেষকদের দেওয়া এই চমকপ্রদ তথ্য প্রকাশ্যে এনেছে রাশিয়ার উপভোক্তা সুরক্ষা সংক্রান্ত একটি সংস্থা।

পাশাপাশি, আরও জানানো হয়েছে, ভ্যাকসিনের ট্রায়ালে অনেকটাই কাজ এগিয়ে গিয়েছে। এখনও পর্যন্ত ইতিবাচক ফলাফল মিলেছে।

রুশ স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো জানিয়েছেন, মস্কোয় সরকারি গামালেয়া ইনস্টিটিউট অফ এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজিতে ভ্যাকসিন ট্রায়ালের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এখন ফলাফল নথিভুক্তিকরণের কাজ চলছে।

সূত্রের খবর, আগস্টেই ভ্যাকসিনের চূড়ান্ত অনুমোদন দিতে পারে রাশিয়ান প্রশাসন। প্রথমে স্বাস্থ্যকর্মীদের মধ্যে প্রয়োগ করা হবে।❑

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension