শিক্ষা

শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের টিকটক ভিডিও ভাইরাল

কুমিল্লায় শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের টিকটক ভিডিও ভাইরাল হয়েছে। পাঁচজন স্কুলছাত্রী। সবার পরনে স্কুল পোশাক, আর চোখে কালো চশমা। ফাঁকা শ্রেণিকক্ষে এমন পোশাকেই হিন্দি গানের তালে নানান ভঙ্গিতে নেচেছেন তারা, বানিয়েছেন টিকটক ভিডিও।

তাদের বানানো এক মিনিট ২০ সেকেন্ডের সেই টিকটক ভিডিও ছড়িয়ে পড়েছে ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে। এ নিয়ে বিভিন্ন মহলে চলছে ব্যাপক সমালোচনা।

জানা গেছে, টিকটক ভিডিও তৈরি করা ওই পাঁচ ছাত্রী কুমিল্লা নগরীর টমছমব্রিজ এলাকায় অবস্থিত ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। তারা সবাই এসএসসি পরীক্ষার্থী। তারা আগামী ডিসেম্বরে এসএসসি পরীক্ষা দেবেন। স্কুলের শ্রেণিকক্ষ ও বারান্দায় ওই ভিডিও তৈরি করেছেন তারা।

এ ঘটনায় সচেতন মহলের পাশাপাশি হতবাক স্কুল কর্তৃপক্ষও। যার কারনে ওই পাঁচ শিক্ষার্থীর অভিভাবকদের ডেকে এনে সতর্ক করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

মঙ্গলবার বিকেলে ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহা. শফিকুল আলম হেলাল বলেন, আমাদের স্কুলের পাঁচ শিক্ষার্থী ক্লাশে টিকটক ভিডিও তৈরি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ ভিডিও ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় প্রতিষ্ঠান প্রধান হিসেবে আমি খুবই বিব্রত।



তিনি আরও বলেন, ওই পাঁচ শিক্ষার্থীর অভিভাবকদের ডেকে এনেছি। আমরা অভিভাবকদের সতর্ক করেছি, শিক্ষার্থীদেরও সতর্ক করেছি। অভিভাবকরাও অঙ্গীকার করেছেন ভবিষ্যতে তাদের সন্তানরা এমন কোনো কাজ আর করবে না। এমন কাজ করলে তাদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension