ভারত

সপ্তমবারের মতো বিহারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমার

ভারতের বিহার রাজ্যে সপ্তমবারের জন্য মুখ্যমন্ত্রী পদে বসছেন নিতিশ কুমার।

২০১০ সাল থেকে টানা চতুর্থবার মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছেন প্রবীণ এ রাজনীতিক। ২০০০ সালে প্রথমবার মাত্র সাত দিনের জন্য তিনি এ দায়িত্ব পালন করেন।

পাটনায় সোমবার বিকালে এনডিএ জোট সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন নিতিশ কুমার। সঙ্গে শপথ নেবে বিহারের নতুন মন্ত্রিসভা। বাসভবনে জোটের বৈঠকের পর রোববার নিতিশ নিজেই এ কথা জানান।

তবে মুখ্যমন্ত্রী বাছাই পর্ব মসৃণভাবে মিটে গেলেও উপমুখ্যমন্ত্রীর পদ ঘিরে জয়ী জোটের দুই প্রধান শরিকের মধ্যে মতানৈক্য দেখা দিয়েছে।

উত্তরপ্রদেশের মতো বিহারেও দুই উপমুখ্যমন্ত্রীর ফর্মুলা চালুর কথা বলা হচ্ছে। যে দুজনের নাম প্রস্তাব করা হয়, তারা হলেন- বর্ষীয়ান বিজেপি বিধায়ক তারকেশ্বর প্রসাদ ও রেণু দেবী।

কাটিহারের বিধায়ক তারকেশ্বর কিংবা বেতিয়া থেকে চারবারের জয়ী রেণু দেবী, কেউই নিতিশ ঘনিষ্ঠ বলে পরিচিত নন। নাম দুটি বিশেষ পছন্দ না হলেও ‘বড় ভাই’ বিজেপির সামনে নিতিশের কিছু বলার ছিল না।❐

এনডিটিভি

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension