খেলা

সেমির আগে শীর্ষস্থান খোয়াল টিম ইন্ডিয়া

রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক : গ্রুপ পর্বে পয়লা নম্বর দল হিসেবে শনিবার সেমিতে জায়গা পাকা করেছে কোহলির দল। কিন্তু শেষ চারের লড়াই শুরুর ঠিক আগে র‍্যাংকিংয়ে শীর্ষস্থান খোয়াল মেন ইন ব্লু। রবিবার আইসিসি’র প্রকাশিত নতুন র‍্যাংকিংয়ে ভারতকে সরিয়ে ফের শীর্ষস্থান দখল করে নিল ইয়ন মর্গ্যানের ইংল্যান্ড।

উল্লেখ্য, দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপ অভিযান শুরু করলেও জুনের শেষ দিকে আইসিসি প্রকাশিত র‍্যাংকিংয়ে থ্রি-লায়ন্সদের সরিয়ে শীর্ষস্থান দখল করে নেয় ভারতীয় দল। কিন্তু সেমিফাইনালের যুদ্ধ শুরুর আগে ফের রদবদল। ১২৩ রেটিং পয়েন্ট নিয়ে নতুন র‍্যাংকিংয়ে পয়লা নম্বরে রয়েছে ইংল্যান্ড। এক পয়েন্ট কম নিয়ে দুইয়ে কোহলিরা। ১১৩ রেটিং পয়েন্ট নিয়ে তিন নম্বরে অস্ট্রেলিয়া ও ১১২ পয়েন্ট নিয়ে চারে নিউজিল্যান্ড। অর্থাৎ র‍্যাংকিংয়ের নিরিখে প্রথম চারটি দলই বিশ্বকাপের শেষ চারের লড়াইয়ে অবতীর্ণ হতে চলেছে।

দলগত র‍্যাংকিংয়ে ভারত শীর্ষস্থান হারালেও ব্যক্তিগত র‍্যাংকিংয়ে নিজেদের শীর্ষস্থান ধরে রাখলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি ও জসপ্রীত বুমরাহ। ৮৯১ পয়েন্ট নিয়ে ব্যাটসম্যানদের তালিকার শীর্ষে অধিনায়ক বিরাট। ৮৮৫ পয়েন্ট নিয়ে ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন চলতি বিশ্বকাপে স্বপ্নের ফর্মে থাকা ডেপুটি রোহিত। বোলারদের তালিকার শীর্ষে রয়েছেন জসপ্রীত বুমরাহই। দ্বিতীয়স্থানে কিউয়ি পেসার ট্রেন্ট বোল্ট। তৃতীয়স্থানে উঠে এসেছেন অজি ফাস্ট বোলার প্যাট কামিন্স।

৪০৬ রেটিং পয়েন্ট নিয়ে অল-রাউন্ডার তালকার শীর্ষে শাকিব আল হাসান। দ্বিতীয়স্থানে থাকা বেন স্টোকস পিছিয়ে অনেকটাই। তাঁর সংগ্রহ ৩১৬ পয়েন্ট। সবমিলিয়ে বিশ্বকাপের পারফরম্যান্স ভীষণভাবেই প্রতিফলিত হয়েছে সদ্য প্রকাশিত র‍্যাংকিংয়ে। গ্রুপ শীর্ষে থেকে সেমিতে ওঠার পর ইংল্যান্ডের কাছে হারার কারণেই র‍্যাংকিংয়ে পিছিয়ে পড়ল কোহলির দল, এমনটাই মনে করা হচ্ছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension