গণমাধ্যমপ্রধান খবর

৫০ লক্ষ পাঠক সংখ্যা অতিক্রম করল রূপসী বাংলা

রূপসী বাংলা ডেস্ক: আজ নিউ ইয়র্কের স্থানীয় সময় মধ্যরাত ও বাংলাদেশের স্থানীয় সময় সকালে রূপসী বাংলা পত্রিকার অনলাইন পাঠক সংখ্যা ৫০ লক্ষ অতিক্রম করেছে। এ রিপোর্ট যখন লেখার সময় সংখ্যাটি ৫০ লক্ষ ১৩ হাজার ছাড়িয়ে গেছে। নিঃসন্দেহে এটি উৎসাহব্যঞ্জক।

মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী রূপসী বাংলা অনলাইন স্বচ্ছ সাংবাদিকতার ক্ষেত্রে যে উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছে— ৫০ লক্ষ পাঠকের যুক্ত হওয়াটা তারই স্বীকৃতি।

চার বছর আগে এমনি এক চমৎকার দিনে নিউ ইয়র্ক থেকে সম্পাদক শাহ্‌ জে চৌধুরীর কাঁধে ভর করে খুব নড়বড়ে পায়ে হাঁটতে শুরু করেছিল রূপসী বাংলা পত্রিকা। একটি পত্রিকার জন্যে চার বছর খুব বেশী সময় নয়। আর সে পত্রিকা যদি হয় অনলাইন ভিত্তিক তাহলে তার দাঁড়ানোটা আরও কঠিন।

কিন্তু রূপসী বাংলা দাঁড়িয়েছে। আজ ৫০ লক্ষ পাঠক সংখ্যা সেটিই জানিয়ে দিল।

রূপসী বাংলা পত্রিকা আমেরিকার প্রবাসী বাঙালি, বাংলাদেশ ও জনগণের স্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। জীবনপ্রবাহের নৈর্ব্যক্তিক গতিশীলতা ও জনমুখী আর্থ-সামাজিক-রাজনৈতিক-অসাম্প্রদায়িক বিকাশমানতায় গণমাধ্যমের যে ভুমিকা— সে ভূমিকায় অবতীর্ণ রূপসী বাংলা তা অটুট রাখতে বদ্ধপরিকর।

আসন্ন দিনগুলোতেও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা হোক রূপসী বাংলা পত্রিকার পথচলার পাথেয়। দেশ ও জাতির কল্যাণে সাংবাদিকরা এগিয়ে আসবেন। সত্যের সংবাদে নির্ভীক থাকায় রূপসী বাংলা পত্রিকা আমেরিকা থেকে বাংলাদেশ অবধি আজ জনপ্রিয় ও পাঠকপ্রিয় পত্রিকা হিসেবে বিবেচিত।

রূপসী বাংলার সঙ্গে থাকুন।

রূপসী বাংলার পাঠক, লেখক, বিজ্ঞাপনদাতা, এজেন্ট এবং শুভানুধ্যায়ী— সকলকে ধন্যবাদ, শুভেচ্ছা ও অভিনন্দন।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension