খেলা

টস হারলেই বিদায় নিতে পারে পাকিস্তান

রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক : খেলা শুরুর আধ ঘণ্টা আগেই বিশ্বকাপ থেকে ছিটকে যেতে পারে পাকিস্তান৷ অর্থাৎ মাঠে নামার আগেই স্বপ্নভঙ্গ হতে পারে সরফরাজদের৷ ম্যাচ তো দূরের কথা, লর্ডসে বাংলাদেশের বিরুদ্ধে টস হারলেই পাকিস্তানের সেমিফাইনাল খেলার স্বপ্ন ধুলোয় মিশে যেতে পারে৷

অঙ্কের নিরিখে পাকিস্তানের শেষ চারের সম্ভাবনা এখনও জিইয়ে রয়েছে৷ তবে বাস্তবে সেটা কার্যত অসম্ভব৷ ক্রিকেটের মক্কায় বাংলাদেশকে হারালে চার নম্বরে থাকা নিউজিল্যান্ডের ১১ পয়েন্ট ছুঁয়ে ফেলা সম্ভভ সরফরাজদের পক্ষে৷ তবে দু’দলের নেট রানরেটের ফারাক এতটাই যে শুধু জয়ে কিউয়িদের টপতে চার নম্বরে উঠে আসা সম্ভব নয় পাকিস্তানের৷ চাই তিনশোর বেশি ব্যবধানে জয়৷

প্রথমে ব্যাট করে পাকিস্তান ৩৫০ রান তুললে বাংলাদেশকে ৩৯ রানে অলআউট করতে হবে সরফরাজদের৷ অর্থাৎ জিততে হবে ৩১১ রানের ব্যবধানে৷ পাকিস্তান ৪০০ রান তুললে বাংলাদেশকে মুড়িয়ে দিতে হবে ৮৪ রানে৷ জিততে হবে ৩১৬ রানের ব্যবধানে৷ সরফরাজরা ৪৫০ রান করলে মাফরাফিদের অলআউট হতে হবে ১২৯ রানে৷ পাকিস্তানকে ম্যাচ জিততে হবে ৩২১ রানে৷

পাকিস্তানের সাংমনে এই সব সম্ভাবনা খোলা থাকবে টস জিতে প্রথমে ব্যাট করলে৷ তবে পাকিস্তান যদি টস হারে, তবে সেই মুহূর্তেই তাদের সামনে বন্ধ হয়ে যেতে পারে সেমিফাইনালের দরজা৷ কেননা, বাংলাদেশ টস জিতে প্রথমে ব্যাট করলে, তাদের ঝুলিয়ে দেওয়া টার্গেট যদি এক ওভারেও টপকে যায় পাকিস্তান, তাহলেও তাদের পক্ষে কোনও ভাবেই শেষ চারে যাওয়ার জন্য প্রয়োজনীয় নেট রানরেটে পৌঁছনো সম্ভব নয়৷ অবশ্য বাংলাদেশ যদি টস জিতে পাকিস্তানকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানায়, তবে লাইফ লাইন পেতে পারে পাকিস্তান৷

৯ ম্যাচে ১১ পয়েন্ট সংগ্রহ করা নিউজিল্যান্ডের নেট রানরেট ০.১৭৫৷ ৮ ম্যাচে ৯ পয়েন্ট সংগ্রহ করা পাকিস্তানের নেট রানরেট এই মুহূর্তে -০.৭৯২৷ রান রেটের এই ফারাক দূর করতে বাংলাদেশের বিরুদ্ধে মিরাকল কিছু করে দেখাতে হবে পাকিস্তানকে৷ তবে আশাবাদী নয় অন্ধ পাক সমর্থকরাও৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension