
ভারতের পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড
ভারতের পশ্চিমবঙ্গে রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে গণমাধ্যম জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে নতুন করে আরও ১৫৩ জনের শরীরে করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে। এটি পশ্চিমবঙ্গের একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।
গেল চার দিন ধরে রাজ্যটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা ছিল একশ’র কাছাকাছি। করোনা নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে জানানো হয়েছে, রোববারে নতুন আক্রান্তরা কোলকাতা, হাওড়া, উত্তর চব্বিশ পরগনা ও হুগলি জেলার বাসিন্দা। এ নিয়ে পশ্চিমবঙ্গে করোনায় মোট আক্রান্ত হয়েছে এক হাজার ৩১ জন। মোট আক্রান্তদের ২১ শতাংশই কোলকাতায়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আরও বলা হয়েছে– পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১০ জনই কলকাতার। এ নিয়ে পশ্চিমবঙ্গে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৮৫ জন। আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৫ জন। সব মিলিয়ে এখন পর্যন্ত ৪১৭ জন সুস্থ হয়েছেন।
পশ্চিমবঙ্গ রাজ্যের ২৩ জেলার মধ্যে এখনও করোনামুক্ত রয়েছে সাত জেলা। জেলাগুলো হলো– কুচবিহার, পুরুলিয়া, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, বাঁকুরা, আলিপুরদুয়ার ও ঝাড়গ্রাম।
এদিকে তৃতীয় দফার লকডাউনে কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে কলকাতা শহর। কিন্তু এরপরও করোনার সংক্রমণ কমছে না সেখানে।◉
আনন্দবাজার