অকল্যান্ডে কিউইদের কাছে পাত্তা পেল না পাকিস্তান
ব্যাটিং-বোলিং কোনো বিভাগেই নিউজিল্যান্ডের সঙ্গে পেরে ওঠেনি পাকিস্তান। ফলও যা হওয়ার তা-ই হয়েছে। অকল্যান্ডে প্রথম টি-টোয়েন্টিতে কিউইদের কাছে ৪৬ রানে হেরেছে সফরকারী পাকিস্তান।
অধিনায়ক হিসেবে শুরুটা তাই ভুলে যাওয়ার মতো হয়েছে শাহিন শাহ আফ্রিদির।
বোলিংয়ে ৪ ওভারে ৪৬ রান দিয়েছেন, এর মধ্যে এক ওভারে দিয়েছেন ২৪ রান। সব ধরনের টি-টোয়েন্টিতে এটা আফ্রিদির সবচেয়ে খরুচে বোলিং। সব মিলিয়ে ৮ উইকেটে ২২৬ রানের সংগ্রহ দাঁড় করায় নিউজিল্যান্ড।
টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে এর চেয়ে বড় স্কোর নেই আর একটিও।
বোলারদের এমন হতাশায় প্রলেপ দিতে পারেননি ব্যাটাররাও। সায়েম আইয়ুবের ব্যাটে দুরন্ত শুরু পেলেও তাঁর আউটের পর জেতার পরিস্থিতি কমই তৈরি করতে পেরেছে পাকিস্তান।
আইয়ুবের ৮ বলে ২৭ রানের ইনিংসে ২.২ ওভারে ৩৩ রান তোলে পাকিস্তান। রানআউট হন এই ওপেনার।
মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, ইফতেখার আহমেদরা শুরু করেও ইনিংস বড় করতে পারেননি। এক প্রান্তে বাবর আজম শেষ আশা হয়ে ছিলেন। কিন্তু বাবর ৩৫ বলে ৫৭ রান করে আউট হলে পাকিস্তানের শেষ আশাটুকুরও সমাপ্তি হয়। পাকিস্তান শেষ ৬ উইকেট হারিয়েছে ২১ রানে। শেষ পর্যন্ত ১৮ ওভারে তারা ১৮০ রানে অলআউট হয়।
নিউজিল্যান্ডের হয়ে ৪ উইকেট নিয়েছেন টিম সাউদি।
এর আগে কিউইদের বড় সংগ্রহ এনে দেন কেন উইলিয়ামসন, ডেরিল মিচেল, মার্ক চ্যাপম্যানরা। উইলিয়ামসন ৫৭, মিচেল ৬১, গ্লেন ফিলিপস ১৯ ও চ্যাপম্যান ২৬ রান করেন। তিনটি করে উইকেট নিয়েছেন শাহিন শাহ আফ্রিদি ও আব্বাস আফ্রিদি।