
আনজানা ডালিয়া
আমায় লাল চুন্দ্রীর জামা দিবি
রঙ ছড়াবো বন মোরগের ঝুঁটিতে।
জুম পাহাড়িদের টায়রা কিনে দিবি
আরো দিবি ঝুমকো তালের নূপুর
ঝুমুর ঝুমুর বাজবে,
আমি পাহাড় চূড়ায় হারালে খুঁজে পাবি?
না হয় হারিয়ে যাব গভীর অরণ্যে।
মিশে যাব অচেনা মেঘ দলে।
আমায় লাল চুন্দ্রীর জামা দিবি
রঙ ছড়াবো বন মোরগের ঝুঁটিতে।
জুম পাহাড়িদের টায়রা কিনে দিবি
আরো দিবি ঝুমকো তালের নূপুর
ঝুমুর ঝুমুর বাজবে,
আমি পাহাড় চূড়ায় হারালে খুঁজে পাবি?
না হয় হারিয়ে যাব গভীর অরণ্যে।
মিশে যাব অচেনা মেঘ দলে।