
নুশরাত রুমু
বেশ তো! আজকাল অন্য সৈকতে
ঘুরে বেড়াও, সাগরের ঘ্রাণ পেয়েছ বলে!
এখন নন্দিনী তোমার প্রিয়তমা…
আমি তোমায় দিয়েছিলাম টুকরো
বিকেলের এক চিলতে আকাশ
আর ছোট্ট নদীর পাড়।
এখন আর তাতে তোমার মন ভরে না!
শুভেচ্ছার ফুল শুকিয়ে গেছে সেই কবে…
ফুলদানিটাও ভেঙেছে ছন্দবিহীন স্পর্শে।
গোধূলি বুকে নিয়ে নীরব রাত হয় পার
প্রণয়ভোগী মূর্ছিত কামনারা
ধূসর বালিতে গড়াগড়ি খায়,
মনের চতুষ্কোণে বিরাজ করে বিস্তীর্ণ শূন্যতা।
ভুল কাব্যের সামিয়ানা টেনে দুঃখ
মাপি কলমের স্কেলে
গন্তব্যহীন ভাঙা ক্যানভাসে আঁকি
তোমার চলে যাওয়া…।