এক
সুমহান গল্পী—
অবিরাম বয়ে চলা
চেতনার তল্পী
দুই
প্রহরীর তীর
তাক করে মালিকের বুক—
মৎস্য শিকার
তিন
পাথর সময়—
জীবনের দাম মাপি
জড়র তুলনায়
চার
কি ঘটে কি হয়
যা দেখি তা সত্য নয়—
হিমশৈলের চূড়া
পাঁচ
শোকের রঙ
রক্তিম ও হতে পারে –
জেনারেশন জেড
ছয়
টার্গেট খোলা বুক—
টিকটিকির হোটেল ভাতের
শুরু কি শেষের?
সাত
বঙ্গোপসাগর—
এ রক্তের দাগ ধোবে না
কোনো সুগন্ধি
আট
না দেয়া ভাষন—
বন্ধ হয়ে আসে দম
জনবিস্ফোরণ
নয়
বর্ধিত জুলাই—
স্যাটায়ার রাজা কার
সেই হেলিকপ্টার