অমর্ত্য সেনকে বাসা থেকে উচ্ছেদের নোটিস
নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে শান্তিনিকেতনের বাড়ি থেকে উচ্ছেদের নোটিস দিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। অবৈধভাবে দখলে রাখা জমিতে বাড়ি নির্মাণ করায় তাকে এই নোটিস দেওয়া হয়েছে।
ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়, রবিবার (১৯ মার্চ) অমর্ত্য সেনের শান্তিনিকেতনের বাড়ির ঠিকানায় উচ্ছেদ নোটিসের চিঠি পৌঁছেছে। ২৯ মার্চ বিশ্বভারতীর সেন্ট্রাল অ্যাডমিশন বিল্ডিংয়ে ওই বিতর্কিত জমি নিয়ে শুনানি অনুষ্ঠিত হবে। এ সময় অমর্ত্য সেন বা তার কোনো প্রতিনিধিকে সেখানে উপস্থিত থাকতে বলা হয়েছে।
অমর্ত্য সেন বিদেশে থাকেন। বছরের একটা সময় তিনি তার শান্তিনিকেতনের বাড়িতে কাটান। তাই উচ্ছেদ নোটিস নিয়ে তাৎক্ষণিকভাবে ৮৯ বছর বয়সি অমর্ত্য সেন বা তার কোনো প্রতিনিধির মন্তব্য পাওয়া যায়নি।
বিশ্বভারতী কর্তৃপক্ষের অভিযোগ, অমর্ত্য সেন অবৈধভাবে শান্তিনিকেতনের ১৩ ডেসিমেল বা ৫২৬ বর্গমিটার জমি দখল করে আছেন।
২০২১ সালের জানুয়ারিতে বিশ্বভারতীর তৎকালীন ভাইস চ্যান্সেলর বিদ্যুৎ চক্রবর্তী প্রথম এই অভিযোগ উত্থাপন করেন। এরপর থেকে এটি নিয়ে আলোচনা হতে থাকে।
জানা যায়, অমর্ত্য সেনের পিতা আশুতোষ সেন ১৯৪৩ সালে শান্তিনিকেতন কর্তৃপক্ষের কাছ থেকে ১২৫ ডেসিমেল জমি ১০০ বছরের জন্য লিজ নেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সম্প্রতি অভিযোগ করেন, অমর্ত্য সেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সমালোচনা করেন। তাই বিজেপি তাকে হেনস্থা করছে।
সূত্র : ইন্ডিয়া টুডে