
অমৃতপালকে গ্রেফতারে পুলিশি অভিযান, পাঞ্জাবে ইন্টারনেট বন্ধ
পলাতক খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী নেতা অমৃতপাল সিংকে গ্রেফতার করতে ভারতের পাঞ্জাবে মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে রাজ্য প্রশাসন। খবর এনডিটিভির।
অমৃতপাল সিংকে গ্রেফতার ঘিরে সমস্যা তৈরি হতে পারে, এই আশঙ্কায় শনিবার (১৮ মার্চ) দুপুর থেকেই পঞ্জাবে মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয় রাজ্য প্রশাসন।
রোববার (১৯ মার্চ) দুপুরে পুনরায় ইন্টারনেট চালু করার কথা থাকলেও গ্রেফতার না হওয়ায় সোমবার (২০ মার্চ) দুপুর পর্যন্ত মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে বলে নতুন ঘোষণা দিয়েছে রাজ্য প্রশাসান।
কর্মকর্তারা জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল তথ্য ও গুজব ছড়ানো ঠেকাতে ইন্টারনেট সেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। অমৃতপাল সিংয়ের গ্রাম জল্লুপুর খয়রারতেও কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
পুলিশ নাগরিকদের শান্তি বজায় রাখার পাশাপশি ভিত্তিহীন ভিডিও শেয়ার না করার আহ্বান জানিয়েছে।
‘ওয়ারিস পাঞ্জাব দে’ নামে একটি মুভমেন্টের নেতৃত্ব দেন অমৃতপাল সিং। অভিনেতা এবং মানবাধিকারকর্মী দীপ সিধু উগ্র এই সংগঠনটির প্রতিষ্ঠাতা। গত বছরের ফেব্রুয়ারিতে সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান।
কট্টরপন্থী শিখ প্রচারক অমৃতপালকে প্রায়শই সশস্ত্র সমর্থকদের সহায়তায করতে দেখা যায়। তিনি প্রকাশ্যে ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘোষণা দেন এবং খালিস্তান নামে একটি রাষ্ট্র গঠনের বিষয়ে বিবৃতি দিয়েছিলেন।