ভারত

অর্ণব গোস্বামীসহ ১৪ টিভি উপস্থাপককে বয়কট ইন্ডিয়া জোটের

অর্ণব গোস্বামীসহ ১৪ টিভি উপস্থাপককে বয়কটের ঘোষণা দিয়েছে ইন্ডিয়া জোট। গতকাল বৃহস্পতিবার বিকেলে জোটের পক্ষ থেকে বয়কটের একটি তালিকা প্রকাশ করা হয়। এর আগে বুধবার জোটের অন্যতম নেতা শারদ পাওয়ারের বাড়িতে সমন্বয় কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কংগ্রেসের মুখপাত্র পবন খেরা বলেছেন, ইন্ডিয়া জোটের মিডিয়া কমিটি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে এই সিদ্ধান্ত নিয়েছে। আমরা এসব উপস্থাপকদের বিরোধিতা করছি না। আমরা তাদের ঘৃণা করি না। কিন্তু আমাদের দেশকে ভালোবাসি।

ইন্ডিয়া জোটের মিডিয়া কমিটি জানিয়েছে, এখন থেকে জোটের শরিক দলগুলো এই উপস্থাপকদের অনুষ্ঠানে তাদের কোনও প্রতিনিধি পাঠাবে না। কারণ এসব টিভি অনুষ্ঠানে সাম্প্রদায়িক ঘৃণা ছড়ানো হচ্ছে।

পবন খেরা আরও বলেন, গত ৯ বছর ধরে টিভি চ্যানেলে খবরের নামে ঘৃণা ছড়ানো হচ্ছে। সে কারণেই ইন্ডিয়া জোট কয়েকজন উপস্থাপককে চিহ্নিত করেছে। তারা আমাদের বক্তব্য বিকৃত করেন। ভুয়া খবর ছড়ান। আমরা এটা সহ্য করতে পারতাম। কিন্তু এতে দেশে হিংসা বাড়তে পারে।

বয়কট হলেন যারা
রিপাবলিক টিভির অর্ণব গোস্বামী, টাইমস নাও নবভারতের নাভিকা কুমার, সুশান্ত সিনহা, আজতকের সুধীর চৌধুরী ও চিত্রা ত্রিপাঠি, নিউজ ১৮ নেটওয়ার্কের আমন চোপড়া, আমিশ দেবগন, আনন্দ নরসিংহ, ভারত ২৪-এর রুবিকা লিয়াকত, ইন্ডিয়া টুডের গৌরব সাওয়ান্ত ও শিব আরুর, ইন্ডিয়া টিভির প্রাচি পরাশর, ভারত এক্সপ্রেসের অদিতি ত্যাগী ও ডিডি নিউজের অশোক শ্রীবাস্তব।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension