
আইসিজের মতামত চেয়ে জাতিসংঘে প্রস্তাব পাস
ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের অবৈধ দখলদারির আইনি পরিণতি সম্পর্কে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) মতামত জানতে একটি প্রস্তাব পাস করেছে জাতিসংঘ। ফিলিস্তিন জাতিসংঘের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছে।
আল-জাজিরা জানায়, জাতিসংঘের সাধারণ পরিষদে গত শুক্রবার এ-সংক্রান্ত একটি ভোটাভুটি হয়। রাশিয়া, চীনসহ ৮৭টি সদস্য রাষ্ট্র প্রস্তাবের পক্ষে ভোট দেয়। বিপক্ষে ভোট দেয় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানিসহ ২৪টি সদস্য রাষ্ট্র। ফ্রান্সসহ ৫৩টি রাষ্ট্র ভোটদানে বিরত ছিল।
রয়টার্স জানায়, নেদারল্যান্ডসের দ্য হেগভিত্তিক আদালত আইসিজে বিশ্ব আদালত হিসেবেও পরিচিত।
জাতিসংঘের এই শীর্ষ আদালতের প্রধান কাজ স্বাধীন রাষ্ট্রগুলোর মধ্যে আইনি বিরোধ নিষ্পত্তি করা এবং বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাকে আইন বিষয়ে পরামর্শ মতামত দেয়া। এর রায়গুলো গুরুত্বপূর্ণ যদিও আইসিজে কোনো রাষ্ট্রকে তাদের রায় বাস্তবায়নে বাধ্য করতে পারে না। ফিলিস্তিন-ইসরায়েল ইস্যুতে এই আদালত যে মতামত দেবে তা গুরুত্বের বিচারে যথেষ্ট হলেও সেই মতামত বা পরামর্শ বাস্তবায়নের ক্ষমতা আইসিজের নেই।
এদিকে ফিলিস্তিনি নেতারা এই ভোটাভুটিকে স্বাগত জানিয়েছেন। ফিলিস্তিনি নেতা হুসেইন আল-শেখ বলেছেন, এটি ‘ফিলিস্তিনের কূটনীতির বিজয়ের প্রতিফলন।’
এই ভোটাভুটির আগে জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাদ এরদান এক বিবৃতিতে বলেন, ‘নিজ ভূমিতে ইহুদিরা দখলদার কি না, সেই সিদ্ধান্ত কোনো আন্তর্জাতিক সংস্থা নিতে পারে না। আদর্শগতভাবে দেউলিয়া ও রাজনৈতিক পক্ষপাতদুষ্ট জাতিসংঘের এই প্রস্তাব পুরোপুরি ভিত্তিহীন এবং অবৈধ।’