বিনোদনযুক্তরাষ্ট্র

আজ মিকি মাউস ডে

বিশ্বজুড়ে সুপরিচিত কার্টুন চরিত্র মিকি মাউস। প্রতি বছর ১৮ নভেম্বর মিকি মাউস ডে উদযাপন করে বিশ্বখ্যাত বিনোদন স্টুডিও ওয়াল্ট ডিজনি কোম্পানি। এই দিনে সদা হাস্যোজ্জ্বল এবং অ্যাডভেঞ্চারপ্রিয় কার্টুন চরিত্রটি নির্মাণের কথা স্মরণ করা হয়। ১৯২৮ সালের ১৮ নভেম্বর বিশ্বখ্যাত মিকি মাউস দর্শকের সামনে প্রথমবার হাজির হয়। সেবছর এই দিনে ‘স্টিমবোট উইলি’ নামের শর্ট ফিল্মে প্রথম দেখা যায় মিকি মাউসকে। সেই থেকে এই দিনটিকে মিকি মাউসের জন্মদিন হিসেবেও দেখা হয়।

অ্যানিমেশন চরিত্র হলেও মিকিই হয়ে ওঠে গোটা ডিজনির প্রতীক। এমনকি এখনো মিকি মাইউসের আবেদন হারায়নি। শিশুরা এখনো এই কার্টুন চরিত্রকে বেশ ভালোবাসে। এছাড়া শিশুদের খেলনা থেকে শুরু করে পোশাক, ব্যাগ সব কিছুতে মিকি মাউসের ছবি যেন না হলেই নয়।

মিকি মাউস নিয়ে আরও কয়েকটি মজার তথ্য জেনে নেওয়া যাক:

মিকি মাউস এখন পর্যন্ত সবচেয়ে জনপ্রিয় একটি কার্টুন এবং কল্পিত চরিত্র। যদিও এই চরিত্রের স্রষ্টা ওয়াল্ট ডিজনি এবং উব আইওয়ের্ক্স কিন্তু এটির নাম রেখেছিলেন মর্টিমার। ১৯৪৬ সাল পর্যন্ত মিকি মাউস চরিত্রে কণ্ঠ দিয়েছেন স্বয়ং ওয়াল্ট ডিজনি। এরপর মিকির কণ্ঠ দেন জিমি ম্যাকডোনাল্ড।

মিকির প্রথম শর্টফিল্ম ‘স্টিমবোট উইলি’ ছিল প্রথম অ্যানিমেশন মুভি যেখানে সংগীত এবং সাউন্ড ইফেক্ট ব্যবহার করা হয়েছিল।মিকি মাউসই প্রথম কার্টুন চরিত্র যার নামে হলিউড তারকাদের নামখচিত রাস্তা ‘হলিউড ওয়াক অফ ফেম’-এ একটি স্টার আছে।

এক মিকি আবার বিভিন্ন দেশে পরিচিত বিভিন্ন নামে। যেমন সুইডেনে তার নাম মুসে পিগ, চীনে মি লাও শু এবং ইতালিতে তপোলিনো।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension