
প্রবাস
আটলান্টিক সিটিতে জর্জ ফ্লয়েডের জন্যে স্মরণ সভা
আটলান্টিক সিটি প্রতিনিধি: কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েডের মর্মান্তিক হত্যাকাণ্ডের তৃতীয় বার্ষিকী স্মরণে আটলান্টিক সিটিতে স্মরণসভা ও আন্তঃধর্মীয় প্রার্থনা আয়োজিত হয়েছে।
গত ২৫ মে, বৃহস্পতিবার দুপুরে সিটি হলের সামনের কোর্ট ইয়ার্ডে অনুষ্ঠিত স্মরণসভায় আটলান্টিক সিটি কাউন্সিলের সভাপতি অ্যারন রেনডলফ, সহসভাপতি কলিম শাহবাজ, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, কাউন্সিলম্যান আনজুম জিয়া, আটলান্টিক কাউন্টির কমিশনার কারেন ফিৎজপেট্রিক, ফাদার স্টেফারড মিলার, ইমাম আমিন মোহাম্মদ, জোনাথন ক্রেমারসহ বিভিন্ন কমিউনিটির নেতা ও সন্মানিত ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আটলান্টিক সিটি কাউন্সিলের সহ সভাপতি কলিম শাহবাজের উদ্যোগে এই স্মরণ সভা ও আন্তঃধর্মীয় প্রার্থনার আয়োজন করা হয়।