
আটলান্টিক সিটিতে ‘শান্তির জন্য বাঁশি’ কনসার্ট
আটলানটিক সিটি প্রতিনিধি: আটলানটিক সিটিতে অনুষ্ঠিত হলো ‘শান্তির জন্য বাঁশি’ শীর্ষক কনসার্ট। গত ১৮ মার্চ, শনিবার বিকালে সিটির এসবুরি গির্জার মিলনায়তনে অনুষ্ঠিত এই কনসার্টটির সঞ্চালনায় ছিলেন গেরি রিজজো। কনসার্টে স্বাগত বক্তব্য রাখেন ড. রিভেরা ষ্ট্যাফোর্ড মিলার। তিনি ‘বিশ্বব্যাপী শান্তি চাই’- এই অমিয় বার্তা বাঁশির সুরে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই কনসার্টের আয়োজন বলে জানান।
কনসার্টের শুরুতে ‘ফ্লুয়েট পিস হেড কোয়ার্টারের সদস্যরা একক, দ্বৈত ও সমবেতভাবে বাঁশি বাজিয়ে শোনান।
এরপর মঞ্চে আসেন বিশ্বখ্যাত বংশীবাদক বেলজিয়ামের বার্টেন দ্য হলানডার। তিনি মনোমুগ্ধকর বাঁশির সুরে মিলনায়তনে উপস্থিত শ্রোতাদের বিমোহিত করেন। তার বাঁশির সুরে মিলনায়তন জুড়ে ধ্বনিত প্রতিধ্বনিত হতে থাকে বিশ্ব শান্তির জন্য আকুলতা। তার সাথে পিয়ানো বাজান প্রখ্যাত পিয়ানোবাদক নীনা সিনিয়াকোভা।
কনসার্টে বাঁশিতে আরও সুর তোলেন বেভারলি করি, জ্যানেট সমারস, জুডি সিমারমন, কেরলিন বক্স মেয়ার, লেসলি গ্রে, পেট্রিসিয়া লাজারা, আমানদা রথ প্রমুখ ।