
আটলান্টিক সিটির বোর্ড অব এডুকেশনের পর্ষদ সভা অনুষ্ঠিত
আটলান্টিক সিটি প্রতিনিধি: আটলান্টিক সিটির বোর্ড অব এডুকেশনের পর্ষদ পুনর্গঠনকল্পে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ৫ জানুয়ারি (বৃহস্পতিবার) সিটি সেন্টার ভবনের ষষ্ঠ তলায় বোর্ড অব এডুকেশনের সভা কক্ষে এই পর্ষদ সভার আয়োজন করা হয়।
পর্ষদ সভা সঞ্চালনা করেন পর্ষদ সদস্য সচিব এনজি ব্রাউন। পর্ষদ সভায় পর্ষদ সদস্য শে স্টিল, প্যাট্রিসিয়া বেইলি, রুথ বায়ারড, সুব্রত চৌধুরী, ওয়ালটার জনসন, টরেস মেফিল্ড, হলিশা ব্রিজারস ও কাশওয়ান ম্যাকিনলে উপস্থিত ছিলেন।
পর্ষদ সভার শুরুতে গত নভেম্বর মাসে অনুষ্ঠিত আটলান্টিক সিটি স্কুল বোর্ড নির্বাচনে বিজয়ী তিনজন সদস্য শপথ নেন।আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল সিনিয়র তাদেরকে শপথ বাক্য পাঠ করান। পরে তারা পর্ষদ সভায় যোগ দেন।
পর্ষদ সভায় আটলান্টিক সিটি বোর্ড অব এডুকেশনের সুপারিনটেন্ডেন্ট ড. মিসেস লা কোয়েটা স্মল নবনির্বাচিত পর্ষদ সদস্যদের অভিনন্দন জানান। সদস্যরা চলতি বছরের জন্য শে স্টিলকে পর্ষদ সভাপতি ও প্যাট্রিসিয়া বেইলিকে সহ সভাপতি নির্বাচিত করেন।
বোর্ড অব এডুকেশনের সলিসিটর, আটলান্টিক সিটি বোর্ড অব এডুকেশন এর সহকারী সুপারিনটেন্ডেন্ট সহ বিভিন্ন কমিউনিটির লোকজন উপস্থিত ছিলেন।