প্রবাস

আটলান্টিক সিটির বোর্ড অব এডুকেশনের পর্ষদ সভা অনুষ্ঠিত

আটলান্টিক সিটির বোর্ড অব এডুকেশনের পর্ষদ সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ১৭ সেপ্টেম্বর (মঙ্গলবার) সিটির আটলান্টিক এভিনিউয়ের সিটি সেন্টার ভবনের বোর্ড অব এডুকেশনের সভা কক্ষে পর্ষদ সভা অনুষ্ঠিত হয়। পর্ষদ সভা সঞ্চালনা করেন পর্ষদ সচিব এনজি ব্রাউন ।

সভায় পর্ষদ সভাপতি শে স্টিল, সহ সভাপতি ওয়ালটার জনসন, রুথ বায়ারড, সুব্রত চৌধুরী, টরেস মেফিল্ড, হলিশা ব্রিজারস, ফরহাদ সিদ্দীক, জেফ ডরসি উপস্থিত ছিলেন।

সভায় আটলান্টিক সিটি পাবলিক স্কুলের সুপারইনটেনডেন্ট ড: লা কোয়েটা স্মল তাঁর প্রতিবেদন সভায় উপস্থাপন করেন। এছাড়া কয়েকজন কমিউনিটি ব্যক্তিত্বও পর্ষদ সভায় বক্তব্য রাখেন।

সভায় অংশগ্রহণকারী পর্ষদ সদস্যরা সভার আলোচ্য সূচি অনুযায়ী বিভিন্ন বিষয়ে মতামত দেন এবং তারই আলোকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

পর্ষদ সভায় নিউ জারসি রাজ্যের পক্ষে তদারককারী মিসেস কেরল মরিস, বোর্ড অব এডুকেশন এর সলিসিটর, ব্যবসা প্রশাসকবৃন্দসহ বিভিন্ন পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া আটলান্টিক সিটির বিভিন্ন কমিউনিটির লোকজনও পর্ষদ সভায় অংশ নেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension