
আটলান্টিক সিটি জিটনি এসোসিয়েশনের ত্রিবার্ষিক নির্বাচন
গত সাত নভেম্বর, বৃহস্পতিবার আটলান্টিক সিটি জিটনি এসোসিয়েশনের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।
ওইদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে সংগঠনের ১৭৮ জন সদস্য তাদের ভোট দেন।
আটলান্টিক সিটি জিটনি এসোসিয়েশনের ত্রিবার্ষিক নির্বাচনে প্রথমবারের মতো প্রধান তিনটি পদে প্রবাসী বাংলাদেশিরা জয়লাভ করেছেন।সংগঠনের সভাপতি পদে মোহাম্মদ তানভির হাসান, সহ সভাপতি পদে জাকিরুল ইসলাম খোকা ও সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আবদুল কুদ্দুস নির্বাচিত হন।
প্রবাসী বাংলাদেশিরা ছাড়াও অন্যান্য কমিউনিটির লোকজন জিটনির মালিকানা ও ড্রাইভার শর্তে এই সংগঠনের সদস্য।
১৯১৫ সাল প্রথমবারের মতো আটলান্টিক সিটিতে জিটনি পরিবহন ব্যবস্হা চালু হয় ।
সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত এই পরিবহন দিবারাত্রি আটলান্টিক সিটি ও সন্নিহিত শহরগুলোতে দীর্ঘকাল ধরে যাত্রীসেবা দিয়ে আসছে।