
রাজধানীসহ সারা দেশে বৃষ্টি হয়েছে । চলতি বছরে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে আজ। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে নেত্রকোণায় ৮২ মিলিমিটার। ঢাকায় বৃষ্টিপাত হয়েছে ১৩ মিলিমিটার।
কিছুদিনের গরমের পর সাময়িক স্বস্তির বৃষ্টি। কিন্তু সপ্তাহের কর্মদিবসের প্রথম দিনে কর্মজীবীদের কিছুটা ভোগান্তিতে পড়তে হয় ।
দেশের ৮টি বিভাগ ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে ঝড়োহাওয়াসহ কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী এবং দমকাসহ শিলাবৃষ্টিও হতে পারে।
কালবৈশাখীসহ বৃষ্টিপাত হচ্ছে দেশের প্রায় সব জেলাতেই। পূর্বাভাস বলছে, ঢাকায় আজও একই অবস্থা বিরাজ করবে।
পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।