আড্ডার উৎসবমুখর বর্ষবরণ
অনুপ দাশ ড্যান্স একাডেমি (আড্ডা) আয়োজিত উৎসবমুখর পরিবেশে হয়ে গেল শ্রদ্ধাঞ্জলি ও বর্ষবরণ।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, গত ২৭ মে নিউ ইয়র্কের ব্রনক্সে হলে আয়োজিত এই বর্ষবরণ অনুষ্ঠানে প্রবাসে বেড়ে উঠা নতুন প্রজন্মের নাচ,গান, কবিতা ও নৃত্যনাট্য পরিবেশিত হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন গুরু আভা ভাটনাগর রায় এবং নৃত্য শিক্ষক মিথান দেব।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুপ দাস ড্যান্স একাডেমির পক্ষ থেকে কথক গুরু জানকি প্যাট্রিককে আজীবন সম্মাননা প্রদান করা হয়। কনসুলেট জেনারেলের পক্ষ থেকে প্রসূন চক্রবর্তী সম্মাননাটি গুরুর হাতে তুলে দেন। উত্তরীয় পরিয়ে দেন আড্ডার প্রধান আল্পনা গুহ।
সংগীত পরিচালনায় ছিলেন আড্ডার গানের শিক্ষক চন্দন চৌধুরী। কবিতা পরিচালনায় বাংলা শিক্ষক সুধেষ্ণা সিন্হা, ও সুমিত্রা সেন।
নৃত্য পরিবেশনায় ছিলেন মিথান, ঈশানী, নিরমা, ইশা, কৃষ্ণা, তিশা, অর্পিতা, চৈতন্য,পারমিতা, অমৃতা, সৃষ্টি, ত্রিপর্ণা, রুচি, সংহিতা, জয়িতা,আদ্রিকা, শাবর্নী সংযুক্তা। কবিতা আবৃত্তি করেন সুমিত্রা সেন,সংহিতা, আদ্রিকা, সংযুক্তা, শাবর্নী। সংগীত পরিবেশন করেন কৃষ্ণা, জয়িতা, সংহিতা, ত্রিপর্ণা,পারমিতা, অরিয়ন, সৌভিক। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কনসুলেট জেনারেলের পক্ষ থেকে প্রসূন চক্রবর্তী, হাসান ফেরদৌস, রানু ফেরদৌস, লুৎফুন্নাহার লতা, কৌশিক আহম্মেদ এবং মার্ক। সাউন্ডে অর্জুন সাহা ও তার দল। সঞ্চালনায় গোপন সাহা, সুরাইয়া আলম লাকী, ও পল্লব সরকার