আদালতে কাঠগড়ায় বাইডেনের নাতনি
আদালতের কাঠগড়ায় গিয়ে বাবা হান্টার বাইডেনের মামলায় সাক্ষ্য দিলেন প্রেসিডেন্ট জো বাইডেনের নাতনি নাওমি। শুক্রবার বাইডেনের নিজ রাজ্য ডেলাওয়ারের আদালতে সাক্ষ্য দিতে হয় ৩০ বছরের নাওমিকে। খবর বিবিসির।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বড় ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে অস্ত্র ও মাদক সংক্রান্ত একটি মামলার বিচার চলছে। মামলার শুনানিতে শুক্রবার প্রত্যক্ষদর্শী হিসেবে সাক্ষ্য দিতে যান হান্টার-কন্যা নাওমি। আকস্মিকভাবেই তাকে সাক্ষ্য দেওয়ার জন্য ডাকা হয়।
আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে নাওমি জানান, তিনি তার বাবাকে ২০১৮ সালের কোনও সময়ে মাদক ব্যবহার করতে দেখেননি এবং ওই বছরের শেষ দিকে তিনি একজন মাদক নিরাময় প্রশিক্ষকের অধীনে ছিলেন।
নাওমি বিচারকদের বলেন, আমার বাবা ২০১৮ সালের অক্টোবরে ওই বন্দুক কেনার সময় তাকে আরোগ্য হওয়ার ক্ষেত্রে ‘আশাবাদী ও দুর্দান্ত’ বলে মনে হচ্ছিল।
অবশ্য নাওমি স্বীকার করেন, ২০১৫ সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে তার চাচা বিউ-এর মৃত্যুর পর তিনি প্রথম তার বাবাকে ড্রাগ ব্যবহা করতে দেখেন। নাওমি বলেন, আমার চাচা মারা যাওয়ার পর, বাবার পরিস্থিতি খারাপ হয়ে যায়।
যদিও আগের দিন মামলায় সাক্ষী দিতে এসে হান্টার বাইডেনের সাবেক প্রেমিকা জোয়ে কেস্তান দাবি করেছেন, হান্টারের সঙ্গে তার যেদিন প্রথম দেখা হয়েছিল, সেদিনও তাকে ২০ মিনিট পরপরই কোকেন নিতে দেখেছেন তিনি। নিউইয়র্কের একটি ক্লাবে ২০১৭ সালের ডিসেম্বরে হান্টারের সঙ্গে প্রথম দেখা হয় কেস্তানের।
এছাড়া শুক্রবার আরেক সাক্ষী এফবিআই ফরেনসিক রসায়নবিদ জেসন ব্রুয়ার বলেছেন, নিউইয়র্কের একটি হোটেলে একটি চামড়ার ব্যাগে একটি সামান্য পরিমাণ কোকেন পাওয়া গেছে, যে ব্যাগটিতে হান্টার বাইডেনের আগ্নেয়াস্ত্রটি রাখা ছিল।
হান্টারের বিরুদ্ধে অভিযোগ, ২০১৮ সালে উইলমিংটনের একটি আগ্নেয়াস্ত্রের দোকান থেকে রিভলবার কিনেছিলেন হান্টার বাইডেন। অস্ত্রটি কেনার সময় নিজের মাদকাসক্তি নিয়ে কাগজপত্রে মিথ্যা তথ্য দিয়েছিলেন তিনি। হান্টার দাবি করেছিলেন, তিনি মাদকাসক্ত নন। অথচ সে সময় তিনি কোকেনে আসক্ত ছিলেন। মাদকাসক্ত অবস্থায় নিজের কাছে আগ্নেয়াস্ত্র রেখেছিলেন হান্টার।
যদিও আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন হান্টার। তার পক্ষে লড়াই চালানো আইনজীবীরা বলছেন, আগ্নেয়াস্ত্রটি কেনার সময় তিনি মাদক ছেড়ে দিয়েছিলেন এবং আরোগ্যলাভের পর্যায়ে ছিলেন। বিচারে দোষী সাব্যস্ত হলে ২৫ বছরের জেল হতে পারে বাইডেন-পুত্রের।