তুহীন বিশ্বাস
ব্যস্ত শহর জুড়ে বিষাদের সুর—
কান্নার জল মিশে যায় কলের জলে
হাসির রেখা ফোটে শরাব পেয়ালায়
নিস্প্রভ কথা হয় প্রয়োজনে, দায়বদ্ধতায়।
সভ্যতা ছুঁয়ে গেছে স্বার্থের শেকড়—
শুধু চাই, চাই আর চাই শব্দের ব্যবহার
কেড়ে নিতে লজ্জাবোধটুকুও নিখোঁজ
আমার আমিকে নিয়ে ব্যস্ত সবাই।
আবারও আমরা মানুষ হবো সম্মুখ সূর্যে
ভ্রাতৃত্বের বন্ধনে গড়বো দেশ, এসো তূর্যে।